কলকাতা: ক্লাসের সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র স্কুলকেই তৈরি করতে হবে বেল নির্দেশিকা জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। কীভাবে প্রশ্ন করা হবে, তার মডেল প্রশ্নও দেওয়ার কথা ছিল বোর্ডের। কিন্তু প্রথম সামেটিভের আগে সেই প্রশ্ন এখনও হাতে পায়নি স্কুলগুলি।
ফলে যে যার মতো করেই প্রশ্ন করেছে। তবে পরের সামেটিভ পরীক্ষায় সেই মডেল প্রশ্নপত্র স্কুলগুলিকে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। শিক্ষকরা বলেন, পর্ষদ কড়াকড়ি করে নির্দেশিকা জারি করল। অথচ, কী রকম প্রশ্ন চাইছে তারা, তার একটা রূপরেখা দরকার ছিল। সেটাই পাওয়া গেল না। তবে পর্ষদের তরফে মডেল প্রশ্ন তৈরির কাজ চলছে। দ্রুতই তা স্কুলগুলিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।