ফের ফের উত্তপ্ত ভাঙড়৷ অনিয়ময়ের অভিযোগ তুলে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা৷ আজ, সকালে ভাঙড়ে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আনার চেষ্টা করে৷ কিন্তু, উলটে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা৷ চলতে থাকে বিক্ষোভ৷ দীর্ঘ জট কাটিয়ে সম্প্রতি পাওয়ার গ্রিডের কাজ শুরু করেছে প্রশাসন৷
চুক্তির শর্ত অনুযায়ী, পাওয়ার গ্রিডের বদলে পাওয়ার সাবস্টেশন তৈরি করা হবে। আর সাবস্টেশন তৈরির পাশাপাশি সংলগ্ন এলাকার উন্নয়নের কাজ করতে হবে। সেই সঙ্গে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির সমস্ত কর্মীর বিরুদ্ধে যে মামলা রয়েছে তা প্রত্যাহার করতে হবে। অভিযোগ, তা কিছুই মানা হয়নি৷ আর তার জেরেই আজ এই বিক্ষোভ বলে জানা গিয়েছে৷
অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার৷ এই অভিযোগ তুলে ভাঙড়ে পাওয়ার গ্রিডের কাজ আজ সকাল থেকে বন্ধ করে দেন আন্দোলনকারীরা৷ ঘটনাস্থানে এসেছে কাশীপুর থানার পুলিশ বাহিনী৷ ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড(পিজিসিআইএল)-এর সাবস্টেশনের কাজ করতে দেবেন না৷ এর আগে দীর্ঘদিন অচলাবস্থা চলেছে৷ ২০১৭ পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত চলে এই অচলাবস্থা৷ কারণ জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি আন্দোলন শুরু করেছিল৷