বিদেশি ভাষা শিখে কাজের সুযোগ, নয়া কোর্স রবীন্দ্রভারতীতে

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ভাষার উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সার্টিফিকেট কোর্স ছয় মাস থেকে দেড় বছরের মেয়াদের এবং ডিপ্লোমা কোর্স ২ বছরের মেয়াদের। আবেদনপত্র এপ্রিল মাস পর্যন্ত পাওয়া যাবে। যে ভাষাগুলি পড়ানো হবে তার মধ্যে রয়েছে, আরবি, চিনা, ইংরেজি, ফরাসি, ফাংশনাল বাংলা, জার্মান, হিন্দি, ইতালিয়ান, জাপানিজ, রাশিয়ান, সংস্কৃত, সাঁওতালি,

বিদেশি ভাষা শিখে কাজের সুযোগ, নয়া কোর্স রবীন্দ্রভারতীতে

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ভাষার উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সার্টিফিকেট কোর্স ছয় মাস থেকে দেড় বছরের মেয়াদের এবং ডিপ্লোমা কোর্স ২ বছরের মেয়াদের।

বিদেশি ভাষা শিখে কাজের সুযোগ, নয়া কোর্স রবীন্দ্রভারতীতেআবেদনপত্র এপ্রিল মাস পর্যন্ত পাওয়া যাবে। যে ভাষাগুলি পড়ানো হবে তার মধ্যে রয়েছে, আরবি, চিনা, ইংরেজি, ফরাসি, ফাংশনাল বাংলা, জার্মান, হিন্দি, ইতালিয়ান, জাপানিজ, রাশিয়ান, সংস্কৃত, সাঁওতালি, স্প্যানিশ, তামিল, তিব্বতীয় ও উর্দু। সাঁওতালি, ফাংশনাল বাংলা এবং ইংরেজির জন্য ন্যূনতম মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। বাকি ভাষাগুলির জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বিদেশি ভাষা জানা সম্ভব হলে, দেশে-বিদেশি প্রচুর কাজের সুযোগ থাকে৷ বিদেশি ভাষায় ‘টুর গাইডে’র জনপ্রিয়তা রয়েছে কাজের বাজারে৷

আবেদনপত্র পাওয়া যাবে এই ঠিকানায়৷ The School of Languages and Culture, Rabindra Bharati University, Room No. 226, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata700050. বিস্তারিত তথ্যের জন্য দেখা যেতে পারে – www.rbu.ac.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =