আজ বিকেল: টেটে উত্তীর্ণ হয়েও চাকরির সুযোগ মেলেনি, অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম সচ্চিদানন্দ বাড়ুই(২৮)চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের গোয়ালপোতা গ্রামে। আপাত নিরীহ সচ্চিদানন্দের এহেন পরণতিতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, বরাবর পড়াশোনায় ভাল ওই যুবক ২০১৫ সালে আপার প্রাইমারি টেট পরীক্ষা দেন। ভাল ফলও করেন। কিন্তু টেটে দুর্নীতির অভিযোগ ওঠায় সেই জল আদালত পর্যন্ত গড়িয়েছে। এখনও মামলা চলছে। কবে যে সেই মামলার নিষ্পত্তি হবে কেউ জানে না। এদিকে চাকরি না পেয়ে দিনের পর দিন হতাশায় ডুবে যেতে থাকেন সচ্চিদানন্দ। কী করে পরিস্থিতি সামাল দেবেন বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে আত্মহননের রাস্তাই বেছে নিলেন তিনি। বুধবার রাতে যখন গোটা বাড়ি ঘুমিয়ে পড়েছে তখন বাড়ির পাঁচিলের তালা ভেঙে বাইরে বেরিয়ে যান ওই যুবক। লাগোয়া বাগানের এক গাছেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। রাতবিরেতে মর্মান্তিক ঘটনাটি ঘটায় কেউই কিছু জানতে পারেননি, তবে সকাল হতেই পড়শিদের নজরে আসে,মৃত যুবকের বাড়িতে খবর দেওয়া হয়।
মৃতের মা জানিয়েছেন, বয়স বাড়ছিল এদিকে কাজের কোনও সংস্থান নেই তা নিয়ে ছেলের মাথা ঠিক ছিল না। একদিকে অবসাদ অন্যদিকে সঙ্গ দোষ তাকে ক্ষয় করে দিচ্ছিল। কীবলব বুঝে উঠতে পারছিলাম না। সম্প্রতি একটি বেসরকারি সংস্থায় চাকরিও হয়ে গিয়েছিল, সামনের মাসেই সেখানে কাজে যোগ দিত। তার আগেই সব শেষ হয়ে গেল।