বীর অভিনন্দনকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার প্রস্তাব বায়ুসেনার

নয়াদিল্লি: পাক যুদ্ধ বিমানকে ভূপাতিত করে এবার তৃতীয় গুরুত্বপূর্ণ সম্মানের জন্য উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করছে বায়ুসেনা৷ বীরচক্র সম্মানের জন্য অভিনন্দনের নাম প্রস্তাব করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷ তবে, শুধু অভিনন্দনই নয়, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসা মিরাজ-২০০০ জেটের ১২ জন পাইলটকেও বায়ুসেনার তরফে বিশেষ সম্মামন দেওয়াও প্রস্তাব

bf7d4c91fca873f64e7d83b64fb5905d

বীর অভিনন্দনকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার প্রস্তাব বায়ুসেনার

নয়াদিল্লি: পাক যুদ্ধ বিমানকে ভূপাতিত করে এবার তৃতীয় গুরুত্বপূর্ণ সম্মানের জন্য উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করছে বায়ুসেনা৷ বীরচক্র সম্মানের জন্য অভিনন্দনের নাম প্রস্তাব করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷ তবে, শুধু অভিনন্দনই নয়, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসা মিরাজ-২০০০ জেটের ১২ জন পাইলটকেও বায়ুসেনার তরফে বিশেষ সম্মামন দেওয়াও প্রস্তাব দেওয়া হয়েছে৷ ভারতীয় সংবিধান অনুযায়ী পরমবীর চক্র ও মহাবীর চক্রের পর বীরচক্র দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ সম্মান৷

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সাহস, দায়িত্ববোধ নিয়ে শোরগোল উঠেছে বিশ্বজুড়ে। পাকিস্তানে ডেরায় থেকে তাঁর আবার দেশে ফিরে আসা- অভিনন্দন বর্তমান এখনও দেশের বীর৷ এবার সেই কাহিনিই পড়বে পড়ুয়ারা৷ স্কুলের পাঠ্যপুস্তকের অন্তর্গত হতে চলেছে অভিনন্দনের সাহসী ওই ৫৫ ঘণ্টা৷

গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের যুদ্ধ বিমানকে তাড়া করতে গিয়ে পাকিস্তানে অবতরণ করেন অভিনন্দন বর্তমান। ধরা পড়ার আগে খেয়ে ফেলেন সমস্ত দরকারি নথি, মার খেয়েও মুখ খোলেননি এতটুকু। সেই বীর গাথাই এবার স্কুলের ছাত্রছাত্রীরা পড়বে। তবে কোন শ্রেণিতে পড়ানো হবে অভিনন্দনের কাহিনি, তা এখনও জানানো হয়নি।

অভিনন্দন বর্তমান৷ ২০১৪ সালের ১৯ জুন যুদ্ধবিমানের চালক হিসেবে নিযুক্ত হন অভিনন্দন। সম্প্রতি তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে প্রশিক্ষণ শেষ করেন তিনি। অভিনন্দন বিবাহিত, তাঁর মা পেশায় চিকিৎসক বলেও জানা গিয়েছে। তাঁর বাবা ‘পরম বিশিষ্ট সেবা মেডেল’ সম্মানে ভূষিত। প্রায় ৮ বছর আগে এনডিটিভি-র ‘গুড টাইমস রকি অ্যান্ড ময়ূর শো’-তে দেখা গিয়েছিল অভিনন্দনকে। ভারতীয় বায়ুসেনার বরেলি এয়ারবেসে ওই শোয়ের শ্যুটিং করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *