নয়াদিল্লি: ভোটের বাজারে পিছিয়ে গেল সর্বভারতীয় পরীক্ষার ফলপ্রকাশ৷ আজ ছিল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশের দিন৷ আজ জয়েন্ট এন্ট্রান্স মেইনের ফলাফল প্রকাশ হওয়া কথা থাকলেও জানানো হল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর তা বাতিল করা হয়৷ সোমবার এনটিএর বৈঠকের পর ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে জানানো হয়েছে৷
এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে জয়েন্ট এন্ট্রান্স মেইনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক৷ প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে৷ সূত্রে খবর, এপ্রিলের ৩০ তারিখেই প্রকাশিত হতে চলেছে ফলাফল৷