কৃষ্ণনগর: নদিয়ার পলাশিপাড়ার গোপীনাথপুর পঞ্চায়েতের কারিগর পাড়ার একটি ইটভাটা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মাটি ধসে মৃত্যু হল দুই কিশোরীর।বৃহস্পতিবার সকালে তাই বাড়ির কাছেই খেলা করছিল রোজিয়া এবং রহিমা খাতুন নামে দুই কিশোরী। কিন্তু আচমকাই ঘটে অঘটন। রোজিয়া এবং রহিমার খেলা করার সময় ভূমিধস নামে। মুহূর্তের মধ্যেই মাটি চাপা পড়ে তাঁরা। স্থানীয়রাই উদ্দার করেন তাদের। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, ইটভাটাতে কাজে লাগানোর জন্য অবৈধভাবে মাটি উত্তোলন করা হয়। তার জেরেই ইটভাটার কাছাকাছি এলাকার মাটির বাঁধন আলগা হয়ে যাচ্ছে। নামছে ধস। তৈরি হচ্ছে মৃত্যুফাঁদ। যদিও ইটভাটা মালিক এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। গত মঙ্গলবারও ইটভাটায় মাটি চাপা পড়ে একে একে তিনজন শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খনন করা হয়। তার জেরে দিনদিন আলগা হচ্ছে মাটির বাঁধন। তাই ক্রমশ ইটভাটা সংলগ্ন এলাকাগুলি হয়ে উঠছে মৃত্যুফাঁদ। প্রাণহানি সত্ত্বেও প্রশাসন নির্বিকার। কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাঁদের তরফে, অভিযোগ এলাকাবাসীর। নির্বিকার ইটভাটা মালিকও।