কলকাতা: যান সহবতে মেট্রো শহরগুলির মধ্যে সেরা স্থান দখল করল কলকাতা। গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ডের উদ্যোগে হওয়া এই সমীক্ষায় দেখা যাচ্ছে, এই শহরের গাড়িচালকরা সবচেয়ে বেশি ট্র্যাফিক আইন মানেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারের যে একটা ভূমিকা রয়েছে, তা ধরেই নেওয়া যায়। ফোর্ড কার্টসি সার্ভে নামের এই সমীক্ষায় দেশ জুড়ে ১,৬১৩ জনের মধ্যে একটি নমুনা সমীক্ষা হয়েছে। যাঁদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে, তাঁরা সবাই ১০ লক্ষের বেশি জনসংখ্যাপূর্ণ শহরের মানুষ। নন-মেট্রো শহর হিসেবে সবচেয়ে ভালো ফল করেছে লুধিয়ানা। ইন্দোরের ফল হয়েছে সবচেয়ে খারাপ। সমীক্ষায় নিরাশ হওয়ার উপাদানই বেশি। দেখা যাচ্ছে, কোনও ব্যক্তি রাস্তার আইন সম্পর্কে সচেতন কি না, তার সঙ্গে তাঁর প্রথাগত শিক্ষার সরাসরি কোনও সম্পর্ক নেই। অনেক শিক্ষিত ব্যক্তিই বেপরোয়া গাড়ি চালান। কয়েকটি তথ্য তুলে ধরলেই ছবিটা পরিষ্কার হবে। ৩৩ শতাংশ মানুষ মনে করেন, নাবালক অবস্থায় গাড়ি চালানো সঠিক। ৪৮ শতাংশ মানুষ ফুটপাথে গাড়ি পার্ক করেন। ৩২ শতাংশ মানুষ তাঁদের গাড়ি অনুমোদিত জায়গায় পার্ক করেন না। ৫১ শতাংশ মানুষ সিটবেল্টের গুরুত্ব জানেনই না। ২২ শতাংশ মানুষ স্বীকার করেছেন, তাঁরা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করেন। এবং এর মধ্যে খারাপ কিছু দেখেন না অনেকেই।
ট্র্যাফিক আইন মানে চলায় দেশের শীর্ষে কলকাতা
কলকাতা: যান সহবতে মেট্রো শহরগুলির মধ্যে সেরা স্থান দখল করল কলকাতা। গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ডের উদ্যোগে হওয়া এই সমীক্ষায় দেখা যাচ্ছে, এই শহরের গাড়িচালকরা সবচেয়ে বেশি ট্র্যাফিক আইন মানেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারের যে একটা ভূমিকা রয়েছে, তা ধরেই নেওয়া যায়। ফোর্ড কার্টসি সার্ভে নামের এই সমীক্ষায় দেশ জুড়ে