জাল মার্কশিট বেচে ২০টি ফ্ল্যাট, ৫০ কোটির মালিক গ্রুপ ডি কর্মী

লখনউ: জাল মার্কশিট চক্রের পর্দাফাঁস পুলিশের৷ তবে, সাধারণ মামলার তদন্ত করতে গিয়ে থ তদন্তকারী আধিকারিকরকা৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারেছে, লখনউ বিশ্ববিদ্যালয়ের জাল মার্কশিট চক্রের পাণ্ডা মাত্র আট বছরে ৫০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে৷ কিরোধান প্রসাদ নামে ওই ব্যক্তির উত্তরপ্রদেশে মোট ২০টি ফ্ল্যাট রয়েছে৷ এছাড়া ১২টি বিলাসবহুল গাড়ি৷ ৩৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬৮ লক্ষ টাকার

8e61a3408bb48c12fed10017dc761ed7

জাল মার্কশিট বেচে ২০টি ফ্ল্যাট, ৫০ কোটির মালিক গ্রুপ ডি কর্মী

লখনউ: জাল মার্কশিট চক্রের পর্দাফাঁস পুলিশের৷ তবে, সাধারণ মামলার তদন্ত করতে গিয়ে থ তদন্তকারী আধিকারিকরকা৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারেছে, লখনউ বিশ্ববিদ্যালয়ের জাল মার্কশিট চক্রের পাণ্ডা মাত্র আট বছরে ৫০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে৷ কিরোধান প্রসাদ নামে ওই ব্যক্তির উত্তরপ্রদেশে মোট ২০টি ফ্ল্যাট রয়েছে৷ এছাড়া ১২টি বিলাসবহুল গাড়ি৷ ৩৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬৮ লক্ষ টাকার সন্ধান পেয়ে হতবাক তদন্তকারী অফিসাররা৷

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, জাল মার্কশিট পিছু ১ থেকে ৩ লক্ষ টাকা নেওয়া হত৷ ২০১২-তে লখনউয়ের কল্যাণপুরে ছোট্ট একটা বাড়ি ছিল ধৃতের৷ ২০১২-তে উত্তরপ্রদেশের বিভিন্ন পশ এলাকায় তাঁর ফ্ল্যাটের সংখ্যা ২০৷

লখনউ বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন লোয়ার ডিভিশন ক্লার্ক কিরোধানের ২০০৩ সালে চাকরি যায়। জাল মার্কশিট তৈরি করার দায়ে তিন বছর জেল হয় তার। কিন্তু জেল থেকে বেরিয়ে আরও বড় চক্র খুলে বসে সে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *