ভারতের এক স্থান থেকে অন্যত্র গমণ করার জন্য সুলভে ট্রেনই একমাত্র পরিবহনের মাধ্যম। প্রতিদিন প্রায় ২৩ মিলিন ভারতবাসী ট্রেনে যাতায়াত করেন। তবে অনেকেই ট্রেনের অনেক খুটিনাটি বিষয় জানেন না। যেমন দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার সময় ট্রেনের বগিতে লেখা থাকে বেশ কিছু দুর্বোধ্য সংখ্যা। অনেকেই জানেন না এর তাৎপর্য।
আসুন দেখে নেওয়া যাক ট্রেনের বগির সংখ্যার রহস্য। ভারতের প্রত্যেকটি ট্রেনের কোচের ওপর লেখা থাকে এই সংখ্যাগুলি। এগুলি সাধারণত ৪,৫ অথবা ৬ সংখ্যার আকারে থাকে। যার মধ্যে প্রথম দুটি সংখ্যা কোন বছরে সেই ট্রেনটি তৈরি হয়েছে সেটার উল্লেখ থাকে।
উদাহরণ অনুযায়ী ৮৪৩৯ সংখ্যাটি এর অর্থ হল ট্রেনটির নির্মাণ হয়েছে ১৯৮৪ সালে। ঠিক একইভাবে যদি ০৪০৫২ সংখ্যা লেখা থাকে তাহলে তার অর্থ হল ২০০৪ সালে নির্মিত হয়েছে। কিন্তু এমন অনেক ট্রেন আছে যারা এই পদ্ধতি অবলম্বন করে না। তাদের মধ্যে হল রাজধানী এক্সেপ্রেস। যেখানে লেখা থাকে ২৯৫১/২।
ডিজিটের বাকি সংখ্যাগুলি ট্রেনের এসি ও স্লীপার ক্লাসকে বোঝায় দেখুন এই তালিকাটি-
০০১—০২৫ — এসি ফার্স্ট ক্লাস।
০২৫—০৫০ — কম্পোজিট প্রথম এসি + এসি 2T।
০৫০—১০০: এসি 2T।
১০১—১৫০: এসি 3T।
১৫১—২০০: এসি চেয়ার গাড়ির।
২০১—৪০০: স্লিপার দ্বিতীয় ক্লাস।
৪০১—৬০০: জেনারেল সেকেন্ড ক্লাস।
৬০১—৭০০: শতাব্দী চেয়ার কার।
৭০১—৮০০: সিটিং কাম লাগেজ র্যাক।
এছাড়াও WCR, EF এবং NF- এর অর্থ হল সেই ট্রেনগুলি মধ্য রেল, পূর্ব রেল ও উত্তর রেলওয়ে দ্বারা নির্মিত।