আজ বিকেল: ৯১ শতাংশ নম্বর পেয়ে সিবিএসসি-র দাদ্বশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছেলে। খুশি ধরে রাখতে পারলেন না বিজেপির বস্ত্র মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি। ছেলের ফলাফলের খবর শুনেই নিজেকে তৃপ্ত মা বললেন স্মৃতি।
বৃহস্পতিবারই প্রকাশিত হলে সিবিএসসি বোর্ডের উচ্চমাধ্যমিকের ফল।এই পরীক্ষায় এবার ১৩ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।সফলদের মধ্যে রয়েছে স্মৃতি ইরানির ছেলে জোহর। ছেলের রেজাল্ট জেনেই টুইট করে নিজের তৃপ্তির খবর শুনিয়েছেন স্মৃতি। বলেছেন, ছেলে যে শুধু ৯১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তাই না, সে অর্থনীতিতে ৯৪ শতাংশ নম্বর পেয়েছে। তাই তিনি খুব খুশি।
এবারের সিবিএসসি-তে যুগম্ভাবে প্রথম হয়েছেন মুজাফ্ফরনগরের এসডি পাবলিক স্কুলের করিশ্মা অরোরা ও গাজিয়বাদের ডিপিএস মেরঠের হংসিকা শুক্ল।তাঁরা দুজনেই ৫০০-তে ৪৯৯ পেয়েছেন। হংসিকা ইংরেজিতে ৯৯ পাওয়ায়তাঁর আফশোসের সীমা নেই। এক নম্বরের জন্য ৫০০ ছোঁয়া হল না। হংসিকার মা গাজিয়াবাদের একটি কলেজের অধ্যাপিকা। বাবা রাজ্যসভার সচিব, এত নম্বর হংসিকা আশ াকরেননি। তবে রেজাল্ট পেয়ে খুব খুশি। বাড়িতেই ছিল পড়াশোনার পরিবেশ, কোনওরকম টিউশন নেই। সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিলেন না, মনে করেন ফেসবুক টুইটার মনকে বিক্ষিপ্ত করে মনোসংযোগ নষ্ট হয়। অবসরে গান শুনতেন। বড় হয়ে ফরেন সার্ভিস নিয়ে পড়তে চান হংসিকা।
করিশ্মা আবার নাচতে ভালবাসেন। এই দুই কৃতী ছাত্রীই মনো বিজ্ঞানে স্নাতক হতে চান। তবে হংসিকার মতো এখনই ভবিষ্যতের ইচ্ছেকে প্রকাশ করতে রাজি নন করিশ্মা।