কলকাতা: ফের বেতন বঞ্চনার অভিযোগ উঠল প্রাথমিক শিক্ষকদের একাংশের৷ এমনিতেই PRT স্কেলের দাবিতে প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে নেমেছে। এবার নতুন করে অভিযোগ উঠেছে, দীর্ঘ চার থেকে সাড়ে চার বছর ধরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষকদের বকেয়া এরিয়ারের টাকা মেটানো হচ্ছে না। এমনই অভিযোগ বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁর অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষক শিক্ষণ নিয়ামক সংস্থা NCTE এর নির্দেশ অনুসারে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত প্রাথমিক শিক্ষক ২০১৪ সালে এক বছরের ব্রিজ কোর্স ও যে সমস্ত প্রাথমিক শিক্ষক ২০১৫ সালে দুই বছরের ODL D.EL.ED. কোর্স সম্পন্ন করেন, তাঁদের বকেয়া এরিয়ারের টাকা এখনও পর্যন্ত মেটানো হয়নি। সূত্রের খবর, অন্যান্য জেলায় এই এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস বলেন, ‘‘রাজ্য সরকার মেলা ও খেলাতে দেদার টাকা খরচ করলেও প্রাথমিক শিক্ষকদের সামান্য কটা এরিয়ারের টাকা দিতে পারছে না।’’ তিনি বলেন, ‘‘পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষকদের এরিয়ারের টাকা অবিলম্বে না মেটানো হলে বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার পক্ষ থেকে প্রথমে শিক্ষা মন্ত্রীর দৃষ্টিগোচর করা হবে ও তাতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে৷’’