গাজিয়াবাদ : সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান দখল করল দুই কন্যা। গাজিয়াবাদের করিশ্মা আরোরা এবং মুজফফরনগরের হংসিকা শুক্লা। দুজনেই ৫০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ৪৯৯। তিনজন দ্বিতীয় স্থানে রয়েছে ৪৯৮ নম্বর পেয়ে। তাঁরা হল, ঋষিকেশের গৌরাঙ্গী চাওলা, রায়বরেলির ঐশ্বর্য এবং হরিয়ানার ঝিন্দের ভব্যা। এরমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ছেলে জহরকে সঙ্গে নিয়ে স্মৃতি ইরানির একটি সেলফি। কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেথিতে রাহুল গান্ধির প্রতিপক্ষ স্মৃতি ইরানির ছেলে জহর এবার বোর্ডের পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। গর্বিত মা তাই ছেলের সঙ্গে নিয়ে সেলফি ট্যুইট করে লিখেছেন, “আমি জোরের সঙ্গেই বলতে চাই আমার ছেলে শুধু বিশ্ব কেম্পো চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতেই ফেরেনি, সিবিএসসি পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। ইকনমিক্সে পেয়েছে ৯৪ শতাংশ”।
CBSE-তে দেশের সেরা দুই কন্যা
গাজিয়াবাদ : সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান দখল করল দুই কন্যা। গাজিয়াবাদের করিশ্মা আরোরা এবং মুজফফরনগরের হংসিকা শুক্লা। দুজনেই ৫০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ৪৯৯। তিনজন দ্বিতীয় স্থানে রয়েছে ৪৯৮ নম্বর পেয়ে। তাঁরা হল, ঋষিকেশের গৌরাঙ্গী চাওলা, রায়বরেলির ঐশ্বর্য এবং হরিয়ানার ঝিন্দের ভব্যা। এরমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ছেলে জহরকে সঙ্গে নিয়ে স্মৃতি