ছুটির ললিপপ দেখিয়ে শিক্ষকদের মেরুদণ্ড ভাঙার চেষ্টা! ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল

কলকাতা: তিন তিনটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সমস্ত স্কুল টানা প্রায় দু’মাস বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করছে শিক্ষা দপ্তর৷ টানা ছুটির ফলে পড়ুয়াদের পঠনপাঠন ও মিড-ডে মিলের সমস্যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক৷ অবিলম্বে লম্বা ছুটি তুলে নেওয়ার দাবি জানিয়ে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে একাধিক শিক্ষক সংগঠন৷ শুক্রবার ঝড়জল মাথায় নিয়ে স্কুলশিক্ষা দপ্তরের ছুটি সংক্রান্ত তৃতীয়

ছুটির ললিপপ দেখিয়ে শিক্ষকদের মেরুদণ্ড ভাঙার চেষ্টা! ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল

কলকাতা: তিন তিনটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সমস্ত স্কুল টানা প্রায় দু’মাস বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করছে শিক্ষা দপ্তর৷ টানা ছুটির ফলে পড়ুয়াদের পঠনপাঠন ও মিড-ডে মিলের সমস্যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক৷ অবিলম্বে লম্বা ছুটি তুলে নেওয়ার দাবি জানিয়ে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে একাধিক শিক্ষক সংগঠন৷

শুক্রবার ঝড়জল মাথায় নিয়ে স্কুলশিক্ষা দপ্তরের ছুটি সংক্রান্ত তৃতীয় নির্দেশিকায় জানানো হয়, শুধু ক্লাস বন্ধ নয়, এই দু’মাস স্কুলই পুরোপুরি বন্ধ থাকবে৷ ফলে, ছাত্রছাত্রী বা শিক্ষক, কাউকেই আসতে হবে না৷ গরমের জন্য  অতিদীর্ঘ ছুটি কেন? সেই প্রশ্নকে ঘিরে দানা বেধেছে বিতর্ক৷

শিক্ষক মহলের একাংশের দাবি, প্রায় দু’মাসের টানা ছুটির ফলে পাঠ্যক্রম শেষ করা অসম্ভব হয়ে পড়বে৷ তাতে আখেরে ক্ষতি ছাত্রছাত্রীদের৷ একই সঙ্গে সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে পড়ুয়াদের পুষ্টি নিয়েও৷ কেননা, বাংলায় বেশ কিছু এলাকায় এখান মিড-ডে মিলের উপরে অনেকটাই নির্ভরশীল। ছুটি মিললেও ওই সময়ে তারা দুপুরের খাবার পাবে না৷ ফলে, বিপাকে পড়তে পারে রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়া৷

পড়ুয়াদের পুষ্টি ও পঠনপাঠন চালুর দাবিতে ইতিমধ্যেই আন্দোলনের ডাক দিয়েছে মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতি৷ স্কুল ছুটি নিয়ে সরকারের ‘হঠকারী’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতির তরফে বিক্ষোভ ও ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে৷ জেলা শিক্ষাদপ্তরের আগামী ৮ মে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷ সরকারের এই সিদ্ধান্ত তুলে দেওয়ার দাবি জানিয়ে মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘সাধারণ ঘরের সন্তানদের কাছ থেকে সরকারি শিক্ষা ও পুষ্টি কেড়ে নিতে টানা ৫৯ দিনের ছুটির দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত মেনে নেবে না আমাদের সংগঠন৷ অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলা জুড়ে আন্দোলন হবে। বাংলার শিক্ষকরা এত নিচে নামেনি যে তাঁদের ছুটির ললিপপ দেখিয়ে মেরুদণ্ড নুইয়ে রাখা যাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =