‘ফনি’র জেরে বাতিল NEET পরীক্ষা, বাড়ছে দুশ্চিন্তা

নয়াদিল্লি: তাণ্ডব চালিয়েছে ফনি৷ বিধ্বস্ত গোটা ওড়িশা৷ জগন্নাথ-ভূম এখন নেই রাজ্য৷ নেই আলো৷ বন্ধ ইন্টারনেট৷ বিচ্ছিন্ন যোগাযোগ৷ ভেঙে পড়েছে টেলি যোগাযোগ৷ বন্ধ গণপরিবহণ৷ ফলে, এই পরিস্থিতে দাঁড়িয়ে আগামিকাল রবিবাক ওড়িশায় নিট পরীক্ষা বাতিল রাখার ঘোষণা৷ পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তি জারি করছে নিট কর্তৃপক্ষ৷ তবে, ওড়িশা ছাড়া অন্য কোথায় কোনও পরিবর্তন হয়নি৷ ওড়িশা

‘ফনি’র জেরে বাতিল NEET পরীক্ষা, বাড়ছে দুশ্চিন্তা

নয়াদিল্লি: তাণ্ডব চালিয়েছে ফনি৷ বিধ্বস্ত গোটা ওড়িশা৷ জগন্নাথ-ভূম এখন নেই রাজ্য৷ নেই আলো৷ বন্ধ ইন্টারনেট৷ বিচ্ছিন্ন যোগাযোগ৷ ভেঙে পড়েছে টেলি যোগাযোগ৷ বন্ধ গণপরিবহণ৷ ফলে, এই পরিস্থিতে দাঁড়িয়ে আগামিকাল রবিবাক ওড়িশায় নিট পরীক্ষা বাতিল রাখার ঘোষণা৷ পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তি জারি করছে নিট কর্তৃপক্ষ৷ তবে, ওড়িশা ছাড়া অন্য কোথায় কোনও পরিবর্তন হয়নি৷ ওড়িশা ছাড়া সমস্ত কেন্দ্রে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে৷

সারা দেশে ২০ লাখেরও বেশি পরীক্ষার্থী। তার মধ্যে এ রাজ্যেরও প্রায় পৌনে এক লাখ ছাত্রছাত্রী রয়েছেন। রবিবার ৫ মে তাঁরা বসতে চলেছেন দেশজুড়ে বিভিন্ন মেডিক্যাল, ডেন্টাল ও আয়ূশ প্রতিষ্ঠানে ভর্তির অভিন্ন পরীক্ষা নিটে। একদিকে যখন পরীক্ষা নিয়ে ছেলেমেয়েদের শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে সুপার সাইক্লোন ফনি নিয়ে দুশ্চিন্তাও রয়েছে বহু পরীক্ষার্থী ও অভিভাবকদের। সঙ্গে জুড়েছে পরীক্ষার পরের দিন অর্থাৎ ৬ মে কয়েকটি রাজ্যে লোকসভা নির্বাচন থাকায় ৫ মে যানবাহন পরিষেবা নিয়ে চিন্তাও।

এমন অবস্থায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরকে নিটের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনও খবর পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =