নয়াদিল্লি: ওড়িশাতে ঘুর্ণিঝড় ফনির জেরে দক্ষিণ পূর্ব রেলের ওড়িশাগামী সমস্ত ট্রেন বাতিল৷ আর তার জেরে অনেক মেডিক্যাল পরীক্ষার্থীই পরীক্ষায় বসতে পারছেন না৷ এমনকি ট্রেন বাতিলের কারণে যাঁরা বিমানের টিকিট কেটেছিলেন তারাও পড়ে গেছেন ফাঁপড়ে৷ কারণ ট্রেনের পরে বিমান পরিষেবাও বাতিল হয়েছে অনির্দিষ্টকালের জন্য৷ সুপার সাইক্লোন ফনির তাণ্ডবলীলার কারণে এমনিতেই ভুবনেশ্বর বিমানবন্দর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ফলে রবিবার যাঁদের ওড়িশা সেন্টারে সর্বভারতীয় মেডিকেল জয়েন্ট ‘নিটে’র পরীক্ষা রয়েছে তারা পড়ে গেছেন মহা ফাঁপড়ে৷ ট্রেন তো নেই-ই উপরন্তু বিমানের টিকিট কেটেও তারা হয়রান হয়ে যাচ্ছেন, কী করে যাবেন পরীক্ষা দিতে এই ভেবে৷
উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের বাসিন্দা এক পরীক্ষার্থীর পরীক্ষা রয়েছে ওড়িশার ব্রহ্মপুরে৷ এরকমই আরো যাঁদের ওড়িশায় সর্বভারতীয় মেডিকেল জয়েন্ট পরীক্ষার সিট পড়েছে তারা আটকে গেছেন মহা সমস্যায়৷ সমস্যা আরও গভীর হয়েছে যখন পরীক্ষা নিয়ামক সংস্থার তরফ থেকে কোনোরকম যোগাযোগই করা হচ্ছে না পরীক্ষার্থীদের সঙ্গে৷ এর ফলে ভয়ংকর চিন্তায় পড়ে যাচ্ছেন পরীক্ষার্থী ও তাদের পরিবারের লোকজন৷ স্থানীয় স্তরে সরকারের তরফেও কোনোরকম সাহায্য মিলছে না বলে তারা তাদের ক্ষোভ ও কান্না প্রকাশ করছেন৷
পরীক্ষাদের কথা ভেবে পড়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রবিবাক ওড়িশায় নিট পরীক্ষা বাতিল রাখার ঘোষণা৷ পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তি জারি করছে নিট কর্তৃপক্ষ৷ তবে, ওড়িশা ছাড়া অন্য কোথায় কোনও পরিবর্তন হয়নি৷ ওড়িশা ছাড়া সমস্ত কেন্দ্রে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে৷