আজ বিকেল: ফনির আতঙ্ক ও গরম সবমিলিযে স্কুলগুলিতে দুমাসের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। এই ঘটনা প্রকাশ্যেআসার পরই বিভিন্ন মহলের পাশাপাশি শিক্ষক শিক্ষা-র ঐক্যমঞ্চের তরফেও প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনায় বহু শিক্ষক ও শিক্ষানুরাগী এমনকী শিক্ষার্থীরাও প্রতিবাদ করেছেন। ঐক্যমঞ্চ বিষয়টির উপরে জোর দিতে নতুনভাবে আন্দোলন কর্মসূচি সাজাতে চাইছে। ইমেলের মাধ্যযমে সংগঠনের সদস্যরা প্রতিবাদ গড়ে তুলেন এমনটাই চাইছেন নেতৃত্বরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা হয়েছে।
রাজ্যগত ভাবে শিক্ষামন্ত্রী / শিক্ষা দপ্তরের কাছে প্রতিবাদ জানিয়ে দাবি পত্র পাঠানো হবে। জেলাগত ভাবেও সংশ্লিষ্ট ডি আই দের উদ্দেশ্যে একই ভাবে প্রতিবাদ জানিয়ে দাবি পত্র পাঠানো হবে। সারা রাজ্যের শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ব্যক্তিদের কাছে আহ্বান করা হচ্ছে যাতে তাঁরাও নিম্নলিখিত বা অনুরূপ বক্তব্য mail করে তাঁদের প্রতিবাদ সরাসরি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কাছে পৌঁছে দেন। শিক্ষার্থীদের স্বার্থে বেশকিছু পদক্ষেপ নিতেই হবে। সেজন্য ঐক্যমঞ্চ এর আবেদন স্কুলগুলোতে সামার ক্যাম্প চালু হোক। যদি সামার ক্যাম্প চালু করা যায় তাহল, এটি ঐক্যমঞ্চের তরফে সমষ্টিগত উদ্যোগ হবে, স্কুল বাড়ি ব্যবহার করার অনুমতি দেওয়া ছাড়া মাননীয় প্রধানশিক্ষকদের অন্য কোনও দায় নেই। বিষয়টি সম্পূর্ণ অংশগ্রহণ মূলক হওয়ায় ইচ্ছুক অভিভাবকরা তাঁদের সন্তানদের নিশ্চয়ই পাঠাতে পারবেন। A স্কুলের ছাত্র বা শিক্ষকের B স্কুলের ক্যাম্পে যোগদানে বাধা নেই। নির্দিষ্ট ক্যাম্পের সংগঠকরা নিজেদের মতো করে ক্যাম্পের কর্মসূচি গ্রহণ করতে পারবেন।