কলকাতা: দলের অনেককে চমকে দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন রাজ্য বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা এবং মুকুল রায়ের পর জয় বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের তরফে এই নিরাপত্তা দেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে এক্স ক্যাটিগরি নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। অর্থাৎ এবার থেকে জয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে থাকলে সর্বদা তাঁর সঙ্গে তিনজন সিআইএসএফ জওয়ান থাকবে। বাইরে গেলে গাড়িতে সর্বদা দু’জন জওয়ান থাকবে এই ‘ভিআইপি’র নিরাপত্তায়। জয়বাবুর দাবি, আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী যুক্ত হতে চলেছে। শুক্রবার সিআইএসএফের এক শীর্ষকর্তা বেহালার বাড়িতে গিয়ে সরেজমিনে সব কিছু দেখে আসেন।
এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়
কলকাতা: দলের অনেককে চমকে দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন রাজ্য বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা এবং মুকুল রায়ের পর জয় বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের তরফে এই নিরাপত্তা দেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে এক্স ক্যাটিগরি নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। অর্থাৎ এবার থেকে জয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে থাকলে সর্বদা তাঁর