দাড়িভিট কাণ্ডের জেরে সাসপেন্ড হওয়া ডি আই য়ের সাসপেনশন উঠিয়ে দেওয়া হল। সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে শিক্ষক চেয়ে পুলিশের গুলিতে নিহত দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের মৃত্যুতে তোলপাড় হয়েছিলো রাজ্য রাজনীতি। দাড়িভিটের জনরোষকে ধামা চাপা দিতে মূল অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কোনো রকম ব্যবস্থা না নিলেও তড়িঘড়ি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্রনাথ মন্ডল-কে সাস্পেন্ড করা হয়। সন্তান হারা পরিবার সরকারের কাতর আবেদন করেছে ঘটনার সি বি আই-এর তদন্ত। মানেনি সরকার। ছাত্র খুনের ঘটনার ৯৭ দিন পরেও অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি হয়নি। সেই দিন থেকেই উত্তাল দাড়িভিটের মানুষ অভিযোগ করে বলেছিলেন ডি আই কে সরিয়ে দিয়ে কোনো সুরাহা হবে না। এটা শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার মানুষের ক্ষোভকে ধামা চাপা দিতে আই ওয়াশ মাত্র। ধীরে ধীরে সরকারের ষড়যন্ত্রের স্বরূপ প্রকাশ পাচ্ছে। দাড়িভিট কাণ্ডের জেরে সাসপেন্ড হওয়া ডি আইয়ের সাসপেনশন উঠিয়ে দেওয়া হল। আবার ডি আই রবীন্দ্রনাথ মন্ডলের সাস্পেনশন উঠিয়ে প্রমোশন হয়েছে তবে মৃত পরিবারের দাবীকে মর্যাদা দেওয়া হলো না।
দাড়িভিট কাণ্ডে সাসপেন্ড হওয়া ডিআইকে ফেরাল রাজ্য
দাড়িভিট কাণ্ডের জেরে সাসপেন্ড হওয়া ডি আই য়ের সাসপেনশন উঠিয়ে দেওয়া হল। সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে শিক্ষক চেয়ে পুলিশের গুলিতে নিহত দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের মৃত্যুতে তোলপাড় হয়েছিলো রাজ্য রাজনীতি। দাড়িভিটের জনরোষকে ধামা চাপা দিতে মূল অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কোনো রকম ব্যবস্থা না নিলেও তড়িঘড়ি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক