২০ কোটি ব্যয়ে ‘উৎসব’ শিক্ষাদপ্তরের! উঠছে প্রশ্ন

কলকাতা: স্কুলে স্কুলে বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষ পালনে প্রায় ২০ কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। প্রতিটি প্রাথমিক স্কুলকে ২০০০ টাকা এবং মাধ্যমিক স্কুলকে ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, স্কুলগুলির অনুষ্ঠান পরিদর্শনের জন্য সার্কেল অফিসগুলিকে ৫০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক করার খরচ ৩০০০ টাকা ধরা হয়েছে। গাড়িভাড়া বাবদ

২০ কোটি ব্যয়ে ‘উৎসব’ শিক্ষাদপ্তরের! উঠছে প্রশ্ন

কলকাতা: স্কুলে স্কুলে বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষ পালনে প্রায় ২০ কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। প্রতিটি প্রাথমিক স্কুলকে ২০০০ টাকা এবং মাধ্যমিক স্কুলকে ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, স্কুলগুলির অনুষ্ঠান পরিদর্শনের জন্য সার্কেল অফিসগুলিকে ৫০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক করার খরচ ৩০০০ টাকা ধরা হয়েছে। গাড়িভাড়া বাবদ ধরা হয়েছে ২০০০ টাকা। সব মিলিয়ে খরচ দাঁড়াচ্ছে প্রায় ২০ কোটি টাকা।

রাজ্যজুড়ে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সার্কেল স্তরে একটি করে কমিটি গঠন করা হচ্ছে। স্কুলে স্কুলে বিদ্যাসাগর সম্পর্কিত সেমিনার, তাঁর আলোকচিত্র প্রদর্শনী, প্রবন্ধ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা বলা হয়েছে। প্রবন্ধ প্রতিযোগিতার জন্য তৃতীয়-চতুর্থ, পঞ্চম-অষ্টম এবং নবম-দশম শ্রেণীকে নিয়ে তিনটি আলাদা গ্রুপ করতে বলা হয়েছে। সেরাদের পুরস্কার প্রদানের কথাও বলা হয়েছে। আগামী ২০ থেকে ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগর সপ্তাহ পালন করবে স্কুলগুলি। তখনই এসব অনুষ্ঠান হবে।

কেউ কেউ অবশ্য সমালোচনা করতেও ছাড়ছেন না। তাঁদের বক্তব্য, শিক্ষাদপ্তর প্রায়ই জরুরি অনুদান দিতে পারে না বাজেট ঘাটতির অজুহাত দেখিয়ে। সেখানে এই খাতে এত টাকা খরচ করার যুক্তি কোথায়? বাকি মনীষীদের ক্ষেত্রে এতবড় উদ্যোগ দপ্তর নিতে পারবে তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 16 =