কলকাতা: আগামী ১৬ মে প্রকাশিত হবে হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল। পশ্চিম বঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে এই কথা। রোকেয়া ভবন সহ বিভিন্ন কেন্দ্র থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এই বছর মোট ৬৮, ৮৫৬ জন পরীক্ষার্থী মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল।
অন্যদিকে, ৮৮ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী ১৯ মে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে৷ সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ আগামী ২১ মে সকাল ১০টার পর পর্ষদের ওয়েব সাইটে প্রকাশিত হবে ফলাফল৷ আজ কমিশনের তরফে এই কথা জানানো হয়েছে৷
চলতি বছর প্রশ্ন ফাঁসের বিপত্তির মধ্যে দিয়ে গত ১২ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা৷ ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা৷ এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মনে রেখে পর্ষদ মে মাসের শেষ ফলাফল ঘোষণা করতে পারে বলে আগেই প্রতিবেদন প্রকাশ করে আজ বিকেল ডট কম৷ প্রকাশিত হওয়া প্রতিবেদনে আগেই জানানো হয়েছিল, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করতে পারে পর্ষদ৷
কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল? কীভাবে জানবেন রেজাল্ট
কিভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল: পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। গত বছর ১০ জুন প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল।