আগামী ৪৮ ঘণ্টায় আরও নামতে পারে শহরের তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ পরিষ্কার থাকলে বর্ষবরণের রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নীচে। নিম্নচাপের কারণে ডিসেম্বরের মাঝামাঝি তাল কেটেছিল শীতের। কিন্তু সেই নিম্নচাপ কাটতেই জাকিয়ে পরে শীত। রেকর্ড ভেঙে প্রায় প্রতিদিন-ই নামছে পারদের সুচক। উত্তুরে হাওয়ার সঙ্গে শীতের ঝড়ো ইনিংসে কাঁপছে শহরবাসীর। অপরদিকে কনকনে ঠান্ডায় কাঁপছে পাহার। ৪বছর পর সেখানে তুষারপাত হওয়ায় প্রবল উচ্ছসিত পর্যটক থেকে সাধারণ মানুষ। তুষারে মুখ ঢেকেছে সান্দাকফু, রিশপ, লাভা। শিলাবৃষ্টি হল কালিম্পংয়ে। সব মিলিয়ে বর্ষ শেষে শিতের এনে দিল বাঙালির মনে জোরা আনন্দ। রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও পাল্লা দিয়ে পারদ নামছে। শনিবারে জেলাগুলিতে তাপমাত্রা নামবে এরকম, আসানসোল- ১০.১, বাঁকুড়া- ৯.৪, বহরমপুর- ৭.২, কোচবিহার- ৮.৩,ডায়মন্ডহারবার- ১০.৪, দমদম- ১১, শিলিগুড়ি- ৭.১, শ্রীনিকেতন- ৭.৪।
আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে বাংলার তাপমাত্রা
আগামী ৪৮ ঘণ্টায় আরও নামতে পারে শহরের তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ পরিষ্কার থাকলে বর্ষবরণের রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নীচে। নিম্নচাপের কারণে ডিসেম্বরের মাঝামাঝি তাল কেটেছিল শীতের। কিন্তু সেই নিম্নচাপ কাটতেই জাকিয়ে পরে শীত। রেকর্ড ভেঙে প্রায় প্রতিদিন-ই নামছে পারদের সুচক। উত্তুরে হাওয়ার সঙ্গে