কলকাতা: বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি৷ শিক্ষক সংগঠনের তরফে শিক্ষামন্ত্রীর কাছে ইমেল মারফত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে৷
এদিন শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে, ১৪ মে একদল দুষ্কৃতি রাজ্যের অত্যন্ত প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগরের হাতে গড়া মেট্রোপলিটান স্কুল যা পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজ হামলা চালিয়েছে৷ এই কলেজের ভারতীয় নবজাগরণের পথিকৃৎ৷ কিন্তু, রাজ্যের এই অহংকারের বিদ্যাসাগরকে নিগৃহীত করা হল৷ যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তারা দুষ্কৃতী ও সমাজ বিরোধী। সংঠন মনে করছে, এই সমস্ত দুষ্কৃতীদের অবশ্যই চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, ‘‘আমরা লক্ষ্য করলাম সোশ্যাল সাইটে সেই সব দুষ্কৃতীদের ভিডিও ক্লিপ প্রকাশ্যে বেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হল না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনও লক্ষণ চোখে পড়ছে না৷ এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা মনে করি ভারতীয় নবজাগরণের পথিকৃৎ, করুণাসাগর, বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছে তারা এই সমাজের কলঙ্ক৷ এর নিন্দা করার ভাষা আমাদের নেই৷ আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি করছি এই সমস্ত সমাজবিরোধীদের অবিলম্বে গ্রেফতার করা হোক ও সর্বসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক৷ যাতে ভবিষ্যতে কেউ কখনও এ ধরনের কোনও কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস না দেখাতে পারে৷’’ যদিও, হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৫৭ জনকে জেরার জন্য আটক করেছে পুলিশ৷