করাচি: পাকিস্তানের বালোচিস্তানের রাজধানী কোয়েটায় বিস্ফোরণ মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। আহত কমপক্ষে আরও ২৪ জন। শুক্রবার সকালে কোয়েটার হাজারগঞ্জিতে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোকদের নিশানা করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
পাক সংবাদমাধ্যম ডন জানাচ্ছে, বিস্ফোরণ হয়েছে একটি দোকানে। বিস্ফোরকটি আসুর বস্তার মধ্যে রাখা ছিল। তবে তাতে টাইমিং ডিভাইস ছিল, নাকি রিমোটে বিস্ফারণ ঘটানো হয়েছে, তা এখনও জানা যায়নি। নিহত আটজন হাজারা। মারা গিয়েছে অনত্ত একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাদের চারজন আহত। আহতদের বোলান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।