কলকাতা: প্রকাশিত হল ২০১৯ হাইমাদ্রাসা পরীক্ষার ফল৷ একই সঙ্গে এদিন প্রকাশিত হয়েছে আলিম ও ফাজিল পরীক্ষার ফলও৷ পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিনের মধ্যেই ফল প্রকাশ করল রাজ্য হাই মাদ্রাসা শিক্ষা বোর্ড৷ গত বছরের তুলনায় এবার পাশের হার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সভাপতি শেখ আবু তাহের কামরুদ্দিন৷
এ বছর হাই মাদ্রাসায় পাশের হার ৮৩. ২০ শতাংশ৷ আলিম পরীক্ষার পাশের হার ৮৪. ৯৫ শতাংশ৷ ফাজিলে পাশের হার ৮৭.৪৯ শতাংশ৷ হাইমাদ্রাসা পরীক্ষায় ৭৭১ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের সাইমুল হক৷ আলিমে প্রথম হয়েছেন উত্তর ২৪ পরগণার শেখ ওয়াসিমুদ্দিন। তার প্রাপ্ত নম্বর ৮৪৫৷ হুগলির মাদ্রাসা বোর্ডের ছাত্র শেখ হাবিবুল্লা ৫৪০ নম্বর নিয়ে ফাজিল পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছেন৷