বোলপুর: বিশ্বভারতীতে ভর্তির ফি দ্বিগুণ হওয়ায় আন্দোলন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এই বছরে অস্বাভাবিক ভাবে ফি বাড়ানো হয়েছে। তার জেরে বহু পড়ুয়া সমস্যার মুখে পড়েছে। তাদের সমস্যার কথা তুলে ধরতেই বিশ্বভারতীর ছাত্র অফিসের সামনে থেকে মিছিল শুরু করে। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে প্রতিবাদ জানান তাঁরা। পরে উপাচার্যকে স্মারকলিপি জমা দেওয়া হয়। অন্যদিকে বিশ্বভারতী পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্যান্য বছরের মতন এবারেও স্বাভাবিকভাবেই ফি বৃদ্ধি করা হয়েছে।