বারাসত: দেগঙ্গায় শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কয়েকশো কর্মী-সমর্থক। শনিবার দেগঙ্গার বুড়িরহাট বাজারে কংগ্রেস নেতৃত্ব একটি সভার আয়োজন করেছিল। সেখানে সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি (গ্রামীণ) অমিত মজুমদার, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রসেনজিৎ ঘোষ বলেন, এদিনের সভায় তৃণমূল থেকে ৫০০ জন কংগ্রেসে যোগদান করেছেন। এর মধ্যে তৃণমূলের দেগঙ্গা পঞ্চায়েত সমিতির একজন প্রাক্তন কর্মাধ্যক্ষ, একজন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তিনজন প্রাক্তন পঞ্চায়েত সদস্যও রয়েছেন।
বছর শেষে তৃণমূলে বড় ভাঙন, শক্তি বাড়ল কংগ্রেসে
বারাসত: দেগঙ্গায় শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কয়েকশো কর্মী-সমর্থক। শনিবার দেগঙ্গার বুড়িরহাট বাজারে কংগ্রেস নেতৃত্ব একটি সভার আয়োজন করেছিল। সেখানে সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি (গ্রামীণ) অমিত মজুমদার, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রসেনজিৎ ঘোষ বলেন, এদিনের সভায় তৃণমূল থেকে ৫০০ জন কংগ্রেসে যোগদান করেছেন।