নাগরাকাটা: দুই মাস স্কুল ছুটি ঘোষণায় ক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের সাথে প্রতিবাদে পা মেলালেন এবার অভিভাবকরা। শুক্রবার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা নাগরাকাটা বিডিও অফিসের সামনে সকাল দশটা থেকে অবস্থান করলেন। তাদের দাবি দুই মাস স্কুল বন্ধের সরকারি নির্দেশিকা শিক্ষা বিরোধী।
এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত স্কুল খুলতে হবে। এক ঘন্টা অবস্থান বিক্ষোভের পর বিডিও স্মৃতি সুব্বার আশ্বাসে অবস্থান বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয়। গত ১০ তারিখ,ছাত্ররা বিডিও অফিসে স্কুল খোলার দাবিতে স্মারকলিপি দিয়েছিল। ছাত্র ছাত্রী ও অভিভাবকরা বলেন অবিলম্বে স্কুল না খুললে বড় আন্দোলনে যাবেন তারা। তাদের প্রশ্ন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে রাজ্যসরকার ছিনিমিনি খেলছে। স্কুল বন্ধের বিরুদ্ধে চারিদিকে যে ভাবে অসন্তোষ দানা বাধছে তাতে বিপদ দেখছেন অভিভাবকরা।