কলকাতা: টানা দু’মাস স্কুল ছুটির মধ্যে একের পর এক নির্দেশিকা চলেই আসছে। যা কার্যকর করতে স্কুল খোলা ছাড়া উপায় নেই। মাধ্যমিক স্তরের ছাত্রীদের আর্থিক অনুদান দেওয়ার জাতীয় প্রকল্পের জন্য বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের তরফে।
সেই নির্দেশিকা ডিআই অফিসের মাধ্যমে গিয়েছে স্কুলে। আর স্কুলে স্কুলে ফর্ম পাঠিয়ে ১৬ মে’র মধ্যে ছাত্রীদের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে তা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা কেউ পাঠাতে পারেননি। অথচ, এই তথ্যের ভিত্তিতেই টাকা পাবেন ছাত্রীরা।
ডিআই অফিস থেকে স্কুলের অ্যাকাউন্টে এই সংক্রান্ত ইমেল দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল প্রধান শিক্ষক-শিক্ষিকাদের। সরকার স্কুলগুলিতে টানা ছুটি দিয়েছে। ফলে স্কুল বন্ধ। করণিকরা কেউ নেই। এই অবস্থায় এত তথ্যাদি দিয়ে কে সাহায্য করবে প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের? তুঙ্গে বিভ্রান্তি৷