তমলুক: চলতি বছরে রাজ্যের ৪০জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার দেবে রাজ্য সরকার। শিক্ষারত্ন পুরস্কারের জন্য আগামী ২৭মে থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন শিক্ষকরা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০জুন।
এবার সর্বোচ্চ কতজন শিক্ষকের নাম পুরস্কারের জন্য মনোনীত করে পাঠানো হবে, সেই সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের সব জেলা থেকে মোট ১৫৩জন শিক্ষকের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার যেসব শিক্ষকের নাম শিক্ষারত্নের জন্য জেলা থেকে সুপারিশ করা হবে, তাঁদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ঠিক থাকবে, কেবলমাত্র সেই সব শিক্ষকের নামই রাজ্য শিক্ষা দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, এই বছর রাজ্যের মোট ৪০জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। আগামী ২৭তারিখ থেকে আগ্রহী শিক্ষকরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র জমা হওয়ার পর স্ক্রিনিং কমিটির মাধ্যমে নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক শিক্ষকের নাম রাজ্যে পাঠানো হবে। এছাড়া আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে কোনও কিছু তথ্য শিক্ষকদের জানার থাকলে জেলা শিক্ষা দপ্তর বা ডিপিএসসিতে এসে সরাসরি জানতে পারবেন। http://www.wbdse.com/ এই লিঙ্ক থেকে করা যাবে আবেদন৷