কলকাতা: সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর সমস্ত সরকারি স্কুলে গত ৬মে থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। এরফলে সমস্যায় পড়েছে পড়ুয়ারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ করেছে পড়ুয়া এবং অবিভাবকরা।
এর জোয়ার এসে পড়েছে ডুয়ার্সে গত সোমবার এবং শুক্রবার অবিলম্বে স্কুল খোলার দাবি করে নাগরাকাটা ব্লকের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা বিডিও’র কাছে স্মারক লিপি জমা দেয়। কিন্তু, স্কুল না খোলায় আজ সোমবার স্কুল পড়ুয়ারা অবশেষে পথে নামল। এদিন সকাল ১১টা নাগাদ নাগরাকাটার বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা বিডিও অফিসের সামনে জমায়েত হয়। তারা মিছিল করে নাগরাকাটার বিভিন্ন পথ পরিক্রমা করে স্কুল খোলার দাবি করে।