শিশুর জন্মের পরই কর গুনতে হবে ব্রিটিশ রাজপরিবারকে, কেন জানেন?

নিউ ইয়র্ক: অপেক্ষার দিন কমে আসার সঙ্গে পাল্লা দিয়ে উদ্দীপনা বাড়ছে ব্রিটিশ রাজপরিবারে। কিন্তু, সেই উদ্দীপনার মধ্যেই তাঁদের ভাবী সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগে প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। সৌজন্যে করের গেরো। জানা গিয়েছে, ব্রিটেনের যুবরাজ হ্যারি এবং মেগান মার্কেলের সংসারের নতুন সদস্যকে সম্পত্তি বাবদ কর দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যা নিয়ে ইতিমধ্যেই

শিশুর জন্মের পরই কর গুনতে হবে ব্রিটিশ রাজপরিবারকে, কেন জানেন?

নিউ ইয়র্ক: অপেক্ষার দিন কমে আসার সঙ্গে পাল্লা দিয়ে উদ্দীপনা বাড়ছে ব্রিটিশ রাজপরিবারে। কিন্তু, সেই উদ্দীপনার মধ্যেই তাঁদের ভাবী সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগে প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। সৌজন্যে করের গেরো।

জানা গিয়েছে, ব্রিটেনের যুবরাজ হ্যারি এবং মেগান মার্কেলের সংসারের নতুন সদস্যকে সম্পত্তি বাবদ কর দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। হ্যারি-মেগানের সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে কর দেবে কেন? বিষয়টি ব্যাখ্যা করেছেন ডেভিড ট্রাইটেল। ব্রিটেনে বসবাসকারী মার্কিন অভিবাসীদের কর সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতা সংস্থা আমেরিকান ট্যাক্স রিটার্নসের কর্ণধার ডেভিড জানান, ব্রিটিশ বাবা এবং মার্কিন মায়ের সন্তান হওয়ার সুবাদে শিশুটি দ্বৈত নাগরিকত্বের অধিকার পাবে।

তিনি বলেন, ‘বাবা-মায়ের মধ্যে কোনও একজন যদি মার্কিন নাগরিক হন ও সেদেশে কমপক্ষে পাঁচ বছর (যার মধ্যে ১৪ বছর বয়সের পর ২ বছর) বসবাস করেন, তাহলে তাঁর সন্তান আপনা থেকেই মার্কিন নাগরিকত্ব লাভ করবে।’ মেগানের ক্ষেত্রেও সেটাই হয়েছে বলেই জানান ডেভিড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *