ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, অধ্যাপক-পড়ুয়াদের ধস্তাধস্তি

বোলপুর: বর্ধিত ফি কমানোর দাবিতে বিক্ষোভ চলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যেই অধ্যাপক ও পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তির অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয় চত্বরে। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের মারধোর করা হয়। পাশাপাশি মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, রাতভর বিশ্বভারতী লিপিকা প্রেক্ষাগৃহে আটকে থাকার পর অধ্যাপকরা আজ ভোরবেলা বের হওয়ার সময় পড়ুয়াদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই তাঁরা

ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, অধ্যাপক-পড়ুয়াদের ধস্তাধস্তি

বোলপুর: বর্ধিত ফি কমানোর দাবিতে বিক্ষোভ চলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যেই অধ্যাপক ও পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তির অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয় চত্বরে। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের মারধোর করা হয়। পাশাপাশি মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করেন নিরাপত্তারক্ষীরা।

জানা গিয়েছে, রাতভর বিশ্বভারতী লিপিকা প্রেক্ষাগৃহে আটকে থাকার পর অধ্যাপকরা আজ ভোরবেলা বের হওয়ার সময় পড়ুয়াদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই তাঁরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এই বছরে অস্বাভাবিক ভাবে ফি বাড়ানো হয়েছে। তার জেরে বহু পড়ুয়া সমস্যার মুখে পড়েছে। তাদের সমস্যার কথা তুলে ধরতেই বিশ্বভারতীর ছাত্র অফিসের সামনে থেকে মিছিল শুরু করে। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে প্রতিবাদ জানান তাঁরা। পরে উপাচার্যকে স্মারকলিপি জমা দেওয়া হয়। অন্যদিকে বিশ্বভারতী পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্যান্য বছরের মতন এবারেও স্বাভাবিকভাবেই ফি বৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =