শিল্পের নামে জমি নিয়ে তাতে মেলা করছে রাজ্য সরকার। সেই হাঙ্গামার মধ্য দিয়েই শুরু হল বোলপুরের শিবপুর মৌজার গীতবিতান মেলা। মেলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করলেন এলাকার জমিদাতা কৃষকরা। সেই মিছিল মেলার মাঠের উদ্দেশ্যে যেতে গেলে জোর করে মিছিল আটকেছে পুলিস। আন্দোলনকারীদের সঙ্গে হয়েছে পুলিসের ধ্বস্তাধ্বস্তি, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন ক্ষুব্ধ কৃষকরা। এমনই পরিবেশে নির্ধারিত সময়ের দীর্ঘক্ষন কেটে গেলে মেলার উদ্বোধন করেছেন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। পুলিস ঘেরাটোপেই হয়েছে মেলার উদ্বোধন। পৌষমেলা শেষ হতেই শিবপুরে শিল্পের জন্য অধিগৃহিত জমিতে মুখ্যমন্ত্রী অনুরপ্রেরনায় হিডকো মেলা করবে বলে ঘোষনা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন শিল্পের জন্য দেওয়া জমির মালিকরা। এখানে মুখ্যমন্ত্রী গীতবিতান থিম সিটি গড়ার ঘোষনার পর থেকেই আন্দোলনে নেমেছেন কৃষকরা। কলকাতা উচ্চ আদালতেও এই নিয়ে চলছে মামলা। তারপর আবার সেইজমির ওপর মেলার ঘোষণা। স্বাভাবিকভাবেই ক্ষোভের পারদ দ্বিগুন হয়েছে তাঁদের। প্রতিবাদে সামিল হন জমিদাতা সেখ ইউসুফ, সেখ সেলিম, জসিমউদ্দীনরা বলেছেন, আমাদের তো একটাই দাবি। অধিগৃহিত জমিতে শিল্পই করতে হবে। অন্য কিছু করা চলবে না। আবাসন, মেলা, খেলা করে আমাদের কি লাভ। এদিন শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের পক্ষ থেকে হওয়া এই আন্দোলনকে সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হাজির হয়েছিলেন চঞ্চল চক্রবর্তী, অমিতাভ চক্রবর্তী, পার্থ রায়, শৈলেন মিশ্র, তপন সাহা প্রমুখেরা।
শিল্পের নামে অধিগৃহীত জমিতে সরকারি মেলা, প্রতিবাদ জমিদাতাদের
শিল্পের নামে জমি নিয়ে তাতে মেলা করছে রাজ্য সরকার। সেই হাঙ্গামার মধ্য দিয়েই শুরু হল বোলপুরের শিবপুর মৌজার গীতবিতান মেলা। মেলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করলেন এলাকার জমিদাতা কৃষকরা। সেই মিছিল মেলার মাঠের উদ্দেশ্যে যেতে গেলে জোর করে মিছিল আটকেছে পুলিস। আন্দোলনকারীদের সঙ্গে হয়েছে পুলিসের ধ্বস্তাধ্বস্তি, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন ক্ষুব্ধ কৃষকরা। এমনই পরিবেশে