প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, প্রথম দশে ১৩৭ পড়ুয়া

কলকাতা: টানা ৭৪দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ সকাল ১০টায় ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সকাল ১০.৩০ মিনিটে জেলার বিতরণ কেন্দ্রগুলি থেকে মার্কশিট এবং অন্যান্য নথি পাবে স্কুলগুলি। যে যে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল, http://wbresults.nic.in, www.westbengal.shiksha৷ ফলাফল প্রকাশের আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি

f9a9287e6ede8cc76f82dc971405f8ad

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, প্রথম দশে ১৩৭ পড়ুয়া

কলকাতা: টানা ৭৪দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ সকাল ১০টায় ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সকাল ১০.৩০ মিনিটে জেলার বিতরণ কেন্দ্রগুলি থেকে মার্কশিট এবং অন্যান্য নথি পাবে স্কুলগুলি। যে যে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল, http://wbresults.nic.in, www.westbengal.shiksha৷

ফলাফল প্রকাশের আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস প্রথমেই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কৃতজ্ঞতা জানান৷ কৃতজ্ঞতা পর্বের পর পর মহুয়াদেবী জানান, এবারের পাশের হার ৮৬.২৯ শতাংশ৷ ছেলেদেকর পাশের হার ৮৬.৪৪ ও মেয়েদের পাশের হার ৮৫.৩০ শতাংশ৷ এবার প্রথম দশে স্থান পেয়েছে ১৩৭ পড়ুয়া৷

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, প্রথম দশে ১৩৭ পড়ুয়া
বাঁদিকে যুগ্মভাবে প্রথম কোচবিহারের জেনকিন্স স্কুলের রাজর্ষি বর্মণ ও ডানদিকে বীরভূমের শোভন মণ্ডল ৷

উচ্চ মাধ্যমিকে প্রথম বীরভূমের শোভন মণ্ডল ও কোচবিহারের রাজর্ষি বর্মণ৷ উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সংযুক্তা বসু, তন্ময় মাইকাপ, স্বর্ণদ্বীপ সাহা, ঋতম নাথ, মহম্মদ মাসুম আখতার, অনাতপ মিত্র৷ উচ্চ মাধ্যমিকে তৃতীয় বর্ণালী ঘোষ, সুপ্রিয় চক্রবর্তী, মৃণ্ময় মণ্ডল, সুপ্রিয় শীল৷ উচ্চ মাধ্যমিকে চতুর্থ রাকেশ দে, শ্রেয়শ্রী সরকার, কমল দাস৷ উচ্চ মাধ্যমিকে পঞ্চম অভিজিৎ সাহু, তীর্থনাথ রায়, সূর্যতপ বসু, সাগর সরকার, সত্যম কর, প্রত্যয় কর, বীরেশ্বর ঘোষ, সোহিতাগ্নি চক্রবর্তী, অর্ঘ্য দাস৷ উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ পল্লব ঘোষ, কিরণ মণ্ডল, মোজাম্মেল হক, স্বর্ণজিৎ পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখোপাধ্যায়, সৌম্য সামন্ত, ধ্রুব মিত্র, স্নিগ্ধা বর্ধন, অত্রি বিশ্বাস, শঙ্খদ্বীপ বেরা, অর্ধেন্দুমৌলী ঘোষ, স্বর্ণেন্দু পাল, ময়ূখমালি দাস, সায়ন বন্দ্যোপাধ্যায়৷ উচ্চ মাধ্যমিকে সপ্তম সুনয়ন সরকার, সৈকত বেরা, স্বপ্নময় গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখোপাধ্যায়, রাজীব হাজরা, শুভ্রশঙ্কর দত্ত, অয়ন মজুমদার, রূপম দে, মৈনাখ মান্না, সৃজিতা দাস, দেবরূপ সিনহা, সৌতম ভট্টাচার্য৷ উচ্চ মাধ্যমিকে অষ্টম সৌম্যদীপ পাড়িয়া, গৌরব সিংহ, রাতুল সামন্ত, নীলমণি সাহা, সৃজিতা ঘোষ, শুভদ্বীপ নন্দী, নৌরিন খাতুন, দেবজ্যোতি পাল, শুভম মাইতি, স্বপ্ননীল সেন, দেবপ্রিয় সেন, মধুরিমা দত্ত, অয়ন চক্রবর্তী, আদিত্য বসু, কাজি ফৈয়াজ আহমেদ, সায়ন্তন সাহা৷ উচ্চ মাধ্যমিকে নবম ঈশিতা বন্দ্যোপাধ্যায়, শুভম পাল, ঋতপ্রিয় প্রধান, সোমা সাহা, কৌস্তভ চক্রবর্তী, প্রিয়া মুরলী, সূর্যতপা সাঁতরা, মৈনাক জানা, অস্মিতা চট্টোপাধ্যায়, প্রিতিলতা রাজবংশী, সৌম্যদ্বীপ খাঁ, সুমন মাহাত৷ উচ্চ মাধ্যমিকে দশম কমল শাহ, কোমল সিং, সাগর চন্দ, শ্রেয়া সরকার, ধ্রুব নন্দী, অর্পণ বন্দ্যোপাধ্যায়, দ্বীপপ্রকাশ বসু, সুনন্দ মণ্ডল, আরজু সুলতানা, ঋতজিৎ সেন, প্ররোব্রিতা মণ্ডল, অনুপম পাল, সুশোভন দাস, রৌম্যজিৎ সরকার, অগ্নিভ দাস, অনন্যা সিনহা, অয়নীল নন্দী৷

এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। তার জন্য WB12 টাইপ করে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ নম্বরে। একইভাবে ৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩ নম্বরে এসএমএস পাঠিয়েও নম্বর জানা যাবে। www.exametc.com ওয়েবসাইটে আগে থেকে মোবাইল নম্বর এবং রোল নম্বর রেজিস্টার করে রাখলে ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে ফল জেনে যাবেন পরীক্ষার্থীরা।

স্কুটিনির আবেদন আজ রাজ থেকেই অনলাইনের মাধ্যমে করা যাবে৷ চলতি বছর ২৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ১৩ মার্চ পর্যন্ত চলে পরীক্ষা৷ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেন৷ এবছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যা ছিল বেশি৷ প্রায় ৬৫,০০০৷ এবার মোট ৮.০৫ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেন৷ এবার ইংরেজির পাশাপাশি হিন্দি ও উর্ধুতেও প্রশ্নপত্র ছাপা হয়৷ প্রায় ৪৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়৷ ১৭৭টি প্রশ্নপত্র তৈরি হয়৷ মোট ৫১টি বিষয়ে পরীক্ষা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *