লন্ডন: স্তন প্রর্দশন৷ তবে, ছবি কিংবা ব়্যাম্পে নয়৷ স্তন প্রর্দশন এবার রাজপথে৷ বাড়ির ছাদে৷ ছাদে ঝুলছে মস্ত স্তনের প্রতীকী ছবি৷ রাস্তাঘাটে, বাড়ির ছাদে থেকে উঁকি দিচ্ছে বিভিন্ন মাপের স্তন৷ স্তন নিয়ে নানা ছুৎমার্গ রয়েছে সমাজে৷ এই নাক উঁচু মনোভাব ভাঙতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷
#FreeTheFeed এই ট্যাগ ব্যবহার করে স্তন নিয়ে সমাজের ছুৎমার্গ মেটাতে উদ্যোগ নিয়েছে একটি বিজ্ঞাপন সংস্থা৷ স্তন্যপান নিয়ে চলছে প্রচার৷ যার জন্যই এভাবে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় স্তনের মতো দেখতে বেলুন রেখে প্রচার চালাচ্ছেন তারা৷ মাদার্স ডে থেকেই শুরু হয়েছে এই প্রচার৷ মূলত লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও স্তন নিয়ে সচেতনার গড়ে তুলতেই লন্ডনের রাজপথে চলছে এই প্রচার৷
The Boobs are Back in Town. For women’s right to breastfeed and pump wherever they want. #FreeTheFeed @elvie @motherlondon https://t.co/sNFDE2Db7l
— Ana Balarin (@anabbalarin) April 1, 2019
যৌনতা বা শরীরী আকর্ষণের প্রতীক স্তন৷ পৃথিবীজুড়েই স্তন যৌনতার রূপক হিসেবে ব্যবহার হয়৷ অথচ নারী শরীরের এই গুরুত্বপূর্ণ অংশেই লুকিয়ে রয়েছে সকলের শৈশবের স্মৃতি৷ জীব জগতে সমস্ত প্রাণীই মায়ের দুধ খেয়েই বড় হয়৷ আর এই স্তন্যপানকেই তুল ধরার চেষ্টা করা হয়েছে৷