অধ্যাপকের বিরুদ্ধে ছাত্র হেনস্তার অভিযোগে শোরগোল যাদবপুর

কলকাতা: এবার ছাত্রকে হেনস্তার ঘটনায় শোরগোল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ লাইব্রেরি সায়েন্স বিভাগের এক ছাত্র তাঁর বিভাগেরই অধ্যাপক উদয়ন ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন৷ ওই ছাত্র জানান, সিবিসিএসের পদ্ধতিতে অপশনাল পত্র বেছে নেওয়ার অধিকার রয়েছে পড়ুয়াদের৷ কিন্তু তাঁদের কাউকেই তা পছন্দ করে নিতে দেওয়া হচ্ছে না৷ উল্টে নির্দেশ চাপিয়ে দেওয়া হচ্ছে৷ এ নিয়ে প্রতিবাদ করলে দ্বিতীয় সেমেস্টারে

অধ্যাপকের বিরুদ্ধে ছাত্র হেনস্তার অভিযোগে শোরগোল যাদবপুর

কলকাতা: এবার ছাত্রকে হেনস্তার ঘটনায় শোরগোল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ লাইব্রেরি সায়েন্স বিভাগের এক ছাত্র তাঁর বিভাগেরই অধ্যাপক উদয়ন ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন৷ ওই ছাত্র জানান, সিবিসিএসের পদ্ধতিতে অপশনাল পত্র বেছে নেওয়ার অধিকার রয়েছে পড়ুয়াদের৷

কিন্তু তাঁদের কাউকেই তা পছন্দ করে নিতে দেওয়া হচ্ছে না৷ উল্টে নির্দেশ চাপিয়ে দেওয়া হচ্ছে৷ এ নিয়ে প্রতিবাদ করলে দ্বিতীয় সেমেস্টারে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়৷ বাকি ১৮ জনকে পছন্দের বিষয় নিতে দেওয়া হলেও তিনি তা পাননি৷ অধ্যাপকের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন ওই ছাত্র৷ ডিন আর্টসের কাছে অভিযোগ করলেও কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ উপাচার্যের কাছেও এ নিয়ে অভিযোগ করেন ওই ছাত্র৷ উদয়নবাবু অবশ্য অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *