ফের SSC-তে চালু হোক জোন ভিত্তিক শিক্ষক নিয়োগ, তীব্র হচ্ছে ক্ষোভ

আজ বিকেল: এলাকা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তুলে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, এর জেরে উত্তরবঙ্গে এসএসসি প্রার্থীরা চাকি পাচ্ছেন না। এমনই অভিযোগ উঠেছে। তাই এসএসসি-র নর্থ জোন ফেরানোর দাবিতে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দরবার করলেন উত্তর বঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রার্থীরা। প্রাথীদের তরফে জানানো হয়েছে, SSC -র উত্তরবঙ্গের ফলাফল বেরলেও কমিশনের নতুন নিয়মের বদান্যাতায় সেখানকার চাকরিপ্রার্থীরা

ফের SSC-তে চালু হোক জোন ভিত্তিক শিক্ষক নিয়োগ, তীব্র হচ্ছে ক্ষোভ

আজ বিকেল: এলাকা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তুলে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, এর জেরে উত্তরবঙ্গে এসএসসি প্রার্থীরা চাকি পাচ্ছেন না। এমনই অভিযোগ উঠেছে। তাই এসএসসি-র নর্থ জোন ফেরানোর দাবিতে  শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দরবার করলেন উত্তর বঙ্গে স্কুল সার্ভিস  কমিশনের প্রার্থীরা।

প্রাথীদের তরফে জানানো হয়েছে,  SSC -র  উত্তরবঙ্গের ফলাফল বেরলেও কমিশনের নতুন নিয়মের বদান্যাতায় সেখানকার চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন। আগে স্কুল সার্ভিস কমিশনে RLST বা জোন ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু থাকায় ‌ উত্তরের ছেলে মেয়েরা শিক্ষকতার চাকরিতে সুযোগ পেতেন। বর্তমানে কেন্দ্রীয়করণ  SLST হওয়াতে ‌তাঁর নিয়োগ প্রক্রিয়ার ধারে কাছে আসতে পারছেন না। উত্তরবঙ্গে শিক্ষা পরিকাঠামোর অপ্রতুলতা, ভৌগলিক অবস্থান, আর্থ সামাজিক পরিস্থিতি, ‌অর্থনৈতিক ‌অবস্থা এই পিছিয়ে পড়ার কারণ।অন্যদিকে  দক্ষিণবঙ্গের (কলকাতা কেন্দ্রিক) ছাত্রছাত্রীরা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন ‌উত্তরের পড়ুয়ারা তা পান না।  এই প্রতিকূল পরিস্থিতিতে ‌দক্ষিণবঙ্গের এসএসসি পড়ুয়াদেরসঙ্গে  প্রতিযোগিতায় এংটে উঠতে পারছেন না।

এসএসসি- তে ফের জোন ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করুক কমিশন এমনটাই দাবি উত্তরবঙ্গের পড়ুয়াদের। পাশাপাশি এসএসসি-র মাধ্যমে অশিক্ষক কর্মীদের নিয়োগও চালু করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =