প্রথম দিনেই ‘প্রধানমন্ত্রী বৃত্তি’ প্রকল্পে বড় ঘোষণা মোদির

নয়াদিল্লি: নির্বাচনী সভা থেকে বারংবার সোনাকে হাতিয়ার করে চালিয়ে গিয়েছেন প্রচার৷ বলেছিলেন, শহিদ জওয়ানদের রক্ত তিনি ব্যর্থ হতে দেবে না৷ শত্রুকে দেওয়া হবে উচিত শিক্ষা৷ সেই শিক্ষা দিতে গিয়ে বালাকোটেও হামলা হয়েছে৷ তার সুফলও হাতে হাতে পেয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদির দল৷ বিপুল জনসমর্থন পেয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতার অলিন্দে বসেছেন প্রধানমন্ত্রী নোদি৷ সরকার গঠনের পর

16d3f1f815649225de28cd0ac96ab2c9

প্রথম দিনেই ‘প্রধানমন্ত্রী বৃত্তি’ প্রকল্পে বড় ঘোষণা মোদির

নয়াদিল্লি: নির্বাচনী সভা থেকে বারংবার সোনাকে হাতিয়ার করে চালিয়ে গিয়েছেন প্রচার৷ বলেছিলেন, শহিদ জওয়ানদের রক্ত তিনি ব্যর্থ হতে দেবে না৷ শত্রুকে দেওয়া হবে উচিত শিক্ষা৷ সেই শিক্ষা দিতে গিয়ে বালাকোটেও হামলা হয়েছে৷ তার সুফলও হাতে হাতে পেয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদির দল৷ বিপুল জনসমর্থন পেয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতার অলিন্দে বসেছেন প্রধানমন্ত্রী নোদি৷ সরকার গঠনের পর আজ প্রথম দপ্তরে গিয়ে সেই শহিদ  জওয়ান পরিবারের সন্তনদের জন্য বড় ঘোষণার ফাইলে স্বাক্ষর করলেন মোদি৷

আজ, প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের আওতায় এবার যুক্ত করা হচ্ছে নিহত সেনা ও পুলিশ কর্মীদের পরিবারও৷ জঙ্গি হামলায় নিহত জওয়ানদের সন্তানদের জন্য বৃত্তির পরিমাণ বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর৷ শহিদ জওয়ানের ছেলেদের জন্য প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পে দেওয়া হবে মাসিক ২৫০০ টাকা৷ মেয়েদের জন্য প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্প বরাদ্দ করা হচ্ছে ২২৫০ টাকা৷

এদিন প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর কৃষকদের জন্য পেশনশ প্রকল্পও চালু করার ঘোষণা করা হয়েছে৷ দু’হেক্টর কম কম জমি থাকলে সমস্ত কৃষ প্রধানমন্ত্রী কৃষাণ যোজনায় যুক্ত হতে পারবেন৷ এই প্রকল্পে যুক্ত হলে কৃষকদের বছরে ৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে৷ একই সঙ্গে ৬০ বছর পর কৃষকদের ৩ হাজার টাকার পেশন দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *