আজ বিকেল: কলেজে ভর্তির ফর্ম ফিলআপ করতে গেলেই পড়ুয়া কোন ধর্মের তা লিখতেই হয়। এমন একটি অপশন থেকেই যায়, এবার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ছাড়াও অপশনে থাকবে মানবতা। না না কোনও নতুন নীতি প্রকাশ করেনি সরকার। ভর্তির ফর্মে এমনটাই অপশন রেখেছে কলকাতার বেথুন কলেজ। সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, বিভিন্ন কলেজে ভর্তিও শুরু হচ্ছে। আর ভর্তি প্রক্রিয়া শুরু হতে না হতেই সবার আলোচনায় চলে এল কলকাতার বেথুন কলেজ।
কলকাতার খ্যাতনাম বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৭৯ সালে। ন্যাকের বিচারে একেবারে এ গ্রেড পাওয়া এই কলেজে ভর্তির সুযোগ পেলে ছাত্রীরা যারপরনাই খুশি থাকে। এবার যেহেতু কলেজে গিয়ে ভর্তি হওয়ার কোনও পাটই নেই। অনলাইনেই ভর্তির ব্যবস্থা হয়েছে। আর সেখানে ফর্ম ফিলআফ করতে যেতেই ছাত্রীদের চোখ কপালে উঠেছে। ধর্মের অপশনে অন্যান্য ধর্মের নামের পাশে মানবতাকেও রেখেছে কলেজ কর্তৃপক্ষ। এতে পড়ুয়ারা ভীষণই খুশি। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় আলোচনাও চলছে পুরোদমে।
এই প্রসঙ্গে বেথুন কলেজে প্রিন্সিপ্যাল মমতা রায় জানিয়েছেন, ভর্তির ফর্মে ধর্মের অপশন দেখে বেশিরভাগ ছাত্রীই খুশি হওয়ার বদলে বিরক্ত ও বিব্রত হয়। অনেকেই একপ্রকার নিমরাজি হয়ে সেক্ষেত্রে কোনও একটি অপশনে টিক দেয়। মানবতা অপশনটি থাকলে তারা যে খুশি হবে, এটা বোঝা গিয়েছিল. ছাত্রীদের এই ইচ্ছেকে সম্মান জানাতেই কলেজে ভর্তির ফর্মে ধর্মের অপশনে মানবতা বা হিউম্যানিটি রাখা হয়েছে। বেথুন কলেজ যে পথ দেখাল, অন্যান্য কলেজ কর্তৃপক্ষ সেই পথে চলুক এমনটাই চাইছে রাজ্যের বড়ুয়াদের বৃহদাংশ।