পুত্রসন্তানের আশায় আগেই নিয়েছেন ৯টি সন্তান। এবার ছিল দশম সন্তানের জন্মের পালা। শেষপর্যন্ত পুত্রসন্তান পেলেও মৃত সন্তান প্রসব করলেন মহিলা। সেইসঙ্গে প্রাণ হারাতে হল মা ৩৮ বছরের মীরা এখান্ডেকে। তিনি মহারাষ্ট্রের মাজালগাঁও শহরে পানের দোকান চালাতেন। বেশি বয়সে শিশুর জন্ম দিতে গিয়েএকটি হাসপাতালে মৃত্যু হয়েছে মীরার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভাবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মীরার মৃত্যু হয়েছে। এটা ছিল তাঁর দশম প্রেগনেন্সি। এই ধকল মহিলার শরীর নিতে পারেনি। মীরাদেবীর ইতিমধ্যেই ৭টি কন্যাসন্তান হয়েছে। কিন্তু তাঁর পরিবার পুত্রসন্তানই চাইছিল। এর আগে আরও দু’বার গর্ভবতী হয়েছিলেন তিনি। তখন গর্ভপাত করানো হয়। কিন্তু এবারে পুত্রসন্তান হওয়ার আশায় গর্ভপাত করানো হয়নি। পরিবারের আশা ছিল সাতটি কন্যার পর এবার একটি পুত্রসন্তান হবে। সে পৃথিবীতে এল মৃত অবস্থায়। সেইসঙ্গে প্রাণ গেল মায়েরও।
পুত্রসন্তানের লোভে প্রাণ গেল মায়ের
পুত্রসন্তানের আশায় আগেই নিয়েছেন ৯টি সন্তান। এবার ছিল দশম সন্তানের জন্মের পালা। শেষপর্যন্ত পুত্রসন্তান পেলেও মৃত সন্তান প্রসব করলেন মহিলা। সেইসঙ্গে প্রাণ হারাতে হল মা ৩৮ বছরের মীরা এখান্ডেকে। তিনি মহারাষ্ট্রের মাজালগাঁও শহরে পানের দোকান চালাতেন। বেশি বয়সে শিশুর জন্ম দিতে গিয়েএকটি হাসপাতালে মৃত্যু হয়েছে মীরার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভাবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মীরার মৃত্যু