সরকারি নির্দেশ উড়িয়ে হেল্প ডেক্স তৃণমূলের, দেদার বিক্রি প্রশ্নপত্রের

কলকাতা: সরকারি নির্দেশ উড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই হেল্প ডেক্স চালু করল তৃণমূল-সহ একাধিক ছাত্র সংগঠন৷ শুধু হেল্প ডেক্স খোলায় নয়, টাকার বিনিয়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে ১০ বছরের পুরানো প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র৷ মঙ্গলবার তৃণমূল ছাত্রপরিষদ সহ বাম ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে অন্তত চার-পাঁচটি হেল্প ডেক্স খোলার অভিযোগ৷ দেওয়ালে সাঁটানো পড়ুয়াদের নম্বর৷

868a71823230ad5f74ec263b3a8150d0

সরকারি নির্দেশ উড়িয়ে হেল্প ডেক্স তৃণমূলের, দেদার বিক্রি প্রশ্নপত্রের

কলকাতা: সরকারি নির্দেশ উড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই হেল্প ডেক্স চালু করল তৃণমূল-সহ একাধিক ছাত্র সংগঠন৷ শুধু হেল্প ডেক্স খোলায় নয়, টাকার বিনিয়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে ১০ বছরের পুরানো প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র৷

সরকারি নির্দেশ উড়িয়ে হেল্প ডেক্স তৃণমূলের, দেদার বিক্রি প্রশ্নপত্রেরমঙ্গলবার তৃণমূল ছাত্রপরিষদ সহ বাম ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে অন্তত চার-পাঁচটি হেল্প ডেক্স খোলার অভিযোগ৷ দেওয়ালে সাঁটানো পড়ুয়াদের নম্বর৷ ভর্তি সংক্রান্ত কোনও সমস্যা হলেই ওই ফোন নম্বরে ফোন করার আর্জিও জানানো হয়েছে৷ একই সঙ্গে ভর্তি হতে আসা পড়ুয়াদের দেওয়া হচ্ছে বিগত ১০ বছরের পুরানো প্রশ্নপত্র৷ অভিযোগ, কাউকে দেওয়া হচ্ছে বিনামূল্য, আবার কোথাও কোথাও নেওয়া হচ্ছে টাকা৷ সেই ছবিও ধরা পড়েছে বাংলার বিধিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়৷ কিন্তু, সরকারি নির্দেশ উড়িয়ে কেন এই হেল্প ডেক্স? তৃণমূল ছাত্র-পরিষদের এক সদস্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, দলের নির্দেশ মাথায় রেখে তাঁরা যাদবপুরের পরম্পরা রক্ষা করতে হেল্প ডেক্স খুলে বসেছেন৷

কলেজে ভর্তি প্রক্রিয়ার শুরু হওয়ার আগে সমস্ত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ওই বৈঠকের পর উচ্চশিক্ষা দপ্তরের তরেফ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়,  ভর্তি চলাকালীন পড়ুয়াদের কোনও ভাবেই ক্যাম্পাসে ডাকা যাবে না৷ গোটা ভর্তি প্রক্রিয়াই হবে অনলাইনে৷ নথিতে মিথ্যা তথ্য থাকলে ভর্তি বাতিল হবে৷ নথি যাচাই, ক্লাস শুরুর পরই করতে হবে৷ কোনও ছাত্র সংগঠন হেল্প ডেক্স করতে পারবে না৷ ভর্তি চলাকালীন পড়ুয়াদের কোনও ভাবেই ক্যাম্পাসে ডাকা যাবে না৷ কিন্তু, নির্দেশ জারি হলেও কে শোনে কার কথা৷ অবাধে হেল্প ডেক্স চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *