ধর্ষণ রুখতে নয়া যন্ত্র আবিষ্কার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, লাগবে ঝটকা!

লখনউ: দিনে দিনে ভারতে বেড়েই চলেছে শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনা৷ রাজপথে বেরিয়ে মহিলা ও শিশুরা নানান অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন৷ সেই সমস্যার কথা মাথায় রেখে এবার নয়া যন্ত্র আবিস্কার করলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন পড়ুয়া৷ ধর্ষণ কিংবা শ্লীলতাহানীর মতো সামাজিক অসুখ রুখতে অভিনব স্যান্ডেল-ড্রোন আবিষ্কার করলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাষ যাকে তাঁরা নাম দিয়েছেন ‘স্যান্ডাল

ধর্ষণ রুখতে নয়া যন্ত্র আবিষ্কার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, লাগবে ঝটকা!

লখনউ: দিনে দিনে ভারতে বেড়েই চলেছে শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনা৷ রাজপথে বেরিয়ে মহিলা ও শিশুরা নানান অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন৷ সেই সমস্যার কথা মাথায় রেখে এবার নয়া যন্ত্র আবিস্কার করলেন  উত্তরপ্রদেশের মোরাদাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন পড়ুয়া৷

ধর্ষণ রুখতে নয়া যন্ত্র আবিষ্কার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, লাগবে ঝটকা!ধর্ষণ কিংবা শ্লীলতাহানীর মতো সামাজিক অসুখ রুখতে অভিনব স্যান্ডেল-ড্রোন আবিষ্কার করলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাষ যাকে তাঁরা নাম দিয়েছেন ‘স্যান্ডাল ড্রোন’৷ ‘ফ্লাইং কপ অ্যান্ড ওউমেন ডিফেন্স সিস্টেম’ নামের ওই প্রকল্পে মোরাদাবাদের পড়ুয়ারা এমন একটি মহিলাদের জুতো বানিয়েছেন, যাতে প্রয়োজন পড়লে আক্রমণকারীকে ইলেকট্রিক শক দিয়ে ঘায়েল করা যাবে৷

ধর্ষণ রুখতে নয়া যন্ত্র আবিষ্কার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, লাগবে ঝটকা!ওই বিশেষ জুতোয় লাগানো জিপিএস সিস্টেম৷ জিপিএসের মাধ্যমে স্থানীয় থানা ও নজরদারি ড্রোনে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠিয়ে দেবে মুহূর্তের মধ্যেই৷ বিপদে পড়লে শুরু ওই জুতোয় লাগানো একটি বিশেষ সুইচ অন করলেই মুহূর্তেই বার্তা পৌঁছে যাবে৷

এই স্যান্ডেল-ড্রোনের অন্যতম আবিষ্কারক দীবাকর শর্মা জানিয়েছেন, ভারতবর্ষে ধর্ষণ ও যৌন হেনস্থার মত ঘটনা রুখতে এই স্যান্ডাল ড্রোন বানানো হয়েছে৷ ওই জুতোয় থাকবে প্যানিক বোতাম৷ কোনও কেউকে আক্রমণ করলে তাঁকে এই জুতো দিয়ে মারলেই বিদ্যুতের ঝটকা লাগবে৷ এই স্যান্ডাল-ড্রোন খুব শীঘ্রই বাজারজাত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twelve =