ডাক্তারি পাঠক্রমে নয়া আইন আনতে চান মমতা

কলকাতা: ডাক্তারি পাঠক্রমে নয়া আইন আনতে চলেছে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার আইন বদলের ইঙ্গিত নিজেই নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এসএসকেএম হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এমন অনেক ডাক্তার তৈরি হচ্ছে, যাঁরা বাংলা ভাষা বোঝে না৷ বাংলায় লিখতে-পড়তে পারেন না৷ এমনকী, রোগীদের সঙ্গে ঠিকঠাক কথাও বলেন না ওঁরা৷ লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন ধরনের চিকিৎসক তৈরি করে কোনও

ডাক্তারি পাঠক্রমে নয়া আইন আনতে চান মমতা

কলকাতা: ডাক্তারি পাঠক্রমে নয়া আইন আনতে চলেছে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার আইন বদলের ইঙ্গিত নিজেই নিয়েছেন মুখ্যমন্ত্রী৷  এসএসকেএম হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এমন অনেক ডাক্তার তৈরি হচ্ছে,  যাঁরা বাংলা ভাষা বোঝে না৷ বাংলায় লিখতে-পড়তে পারেন না৷ এমনকী, রোগীদের সঙ্গে ঠিকঠাক কথাও বলেন না ওঁরা৷ লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন ধরনের চিকিৎসক তৈরি করে কোনও লাভ নেই৷ আমি দেখছি বাংলার ছেলে-মেয়েদের বেশি করে সুযোগ দেওয়া যায় কি না৷

এই মুহূর্তে রাজ্যে ডাক্তারি পাঠক্রমে সুযোগ পাওয়ার জন্য ডমিসাইল বি নীতি চালু রয়েছে৷ এই নীতিতে ভিন্ রাজ্যের পড়ুয়ারা বাংলায় ডাক্তারি পাঠক্রমে ভর্তি হওয়ার সুযোগ পায়৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডমিসাইল বি নীতি তুলে দিয়ে ডমিসাইল এ নীতি চালু করা হবে আমাদের৷ এর ফলে রাজ্যের ২০ শতাংশ পড়ুয়া সরাসরি ডাক্তারি পড়ার সুযোগ পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 8 =