WBJEE 2019: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দিন ঘোষণা

কলকাতা: লোকসভা ভোটের কারণে পিছিয়ে গিয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ৷ ২১ এপ্রিল পরীক্ষার দিন ধার্য হলেও পরে তা পিছিয়ে করা ২৬ মে৷ ১ লক্ষ ১৩ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসেন৷ মোট পরীক্ষার্থীদের মধ্যে এবার ৪১ শতাংশই ভিনরাজ্যের৷ পরীক্ষা নেওয়ার ২৮ দিনের মাথায় এবার প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল৷ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

WBJEE 2019: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দিন ঘোষণা

কলকাতা: লোকসভা ভোটের কারণে পিছিয়ে গিয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ৷ ২১ এপ্রিল পরীক্ষার দিন ধার্য হলেও পরে তা পিছিয়ে করা ২৬ মে৷ ১ লক্ষ ১৩ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসেন৷ মোট পরীক্ষার্থীদের  মধ্যে এবার ৪১ শতাংশই ভিনরাজ্যের৷ পরীক্ষা নেওয়ার ২৮ দিনের মাথায় এবার প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল৷

রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জুন বৃহস্পতিবার বেলা একটায় প্রকাশিত হবে ফলাফল৷ ওই দিন দুপুর থেকে অনলানে জানা যাবে ফলাফল৷ প্রকাশিত হল সফল পরীক্ষার্থীর ব়্যাঙ্ক৷ যে ওয়েবসাইটগুলি থেকে এবার ফল জানা যাবে সেগুলি হল, www. examtec.com www. examresults.net
www. indiaresults.com, www. westbengaleducation.net৷ এছাড়াও ফল জানা যাবে মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও৷ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে wbjee। স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 56263 বা 567675 নম্বরে৷

এবছর রাজ্যে ৩০২টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া হয়৷ এর মধ্যে অসমে ও ত্রিপুরায় পরীক্ষাকেন্দ্র খোলা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *