কোচবিহার: বর্ষ বরণের মধ্যদিয়ে শুরু হল বামনহাট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ মহাশয়, বিভিন্ন শিক্ষা আধিকারিক ও প্রশাসনিক কর্মকর্তা। মঙ্গলবার থেকে শুরু হল তিন দিনের অনুষ্ঠান। অনুষ্ঠান শুরুতেই মুক্তি পেল বামনহাট স্কুলের ছাত্রদের কণ্ঠে গাওয়া থিম সং ‘‘স্কুলের সেই দিনগুলি ফিরে আসতে চাইছে যে আবার৷’’ সমাপ্তি অনুষ্ঠানের থাকছে চমক৷ সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা ও পারমিতা গাইবেন গান৷ এছাড়া সারাবছর কোনও না কোনও অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের আনন্দে সামিল হওয়া যাবে বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক দিলীপ কর্মকার৷
শুরু হল বামনহাট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব
কোচবিহার: বর্ষ বরণের মধ্যদিয়ে শুরু হল বামনহাট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ মহাশয়, বিভিন্ন শিক্ষা আধিকারিক ও প্রশাসনিক কর্মকর্তা। মঙ্গলবার থেকে শুরু হল তিন দিনের অনুষ্ঠান। অনুষ্ঠান শুরুতেই মুক্তি পেল বামনহাট স্কুলের ছাত্রদের কণ্ঠে গাওয়া থিম সং ‘‘স্কুলের সেই