জোন ভিত্তিক এসএসসি চালুর দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে আবেদন উত্তরের পড়ুয়াদের

আজ বিকেল: ফের জোন ভিত্তিক এসএসসি চালুর দাবিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানাল উত্তরবঙ্গের হবু শিক্ষকরা। জলপাইগুড়ি জেলাশাসকের হাতেই তুলে দেওয়া হল স্মারকলিপি। তাতে একটাই দাবি, উত্তরবঙ্গের এসএসএসি প্রার্থীদের কথা একবার ভেবে দেখুন মুখ্যমন্ত্রী। তিনি চাইলেই ফের জোন ভিত্তিক এসএসসি ফিরতে পারে। যার হাত ধরে আসবে সফলতা। ফের চাকরি পাবেন উত্তরবঙ্গের ছেলেমেয়েরা। স্মারকলিপির

e8df6688b51db24eaa269dc8feed0ad2

জোন ভিত্তিক এসএসসি চালুর দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে আবেদন উত্তরের পড়ুয়াদের

আজ বিকেল: ফের জোন ভিত্তিক এসএসসি চালুর দাবিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানাল উত্তরবঙ্গের হবু শিক্ষকরা। জলপাইগুড়ি জেলাশাসকের হাতেই তুলে দেওয়া হল স্মারকলিপি। তাতে একটাই দাবি, উত্তরবঙ্গের এসএসএসি প্রার্থীদের কথা একবার ভেবে দেখুন মুখ্যমন্ত্রী। তিনি চাইলেই ফের জোন ভিত্তিক এসএসসি ফিরতে পারে। যার হাত ধরে আসবে সফলতা। ফের চাকরি পাবেন উত্তরবঙ্গের ছেলেমেয়েরা।

স্মারকলিপির মাধ্যমে রাখা দাবিগুলি হল, চলতি বছরেই জোন ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে। উত্তরবঙ্গের জন্য আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রতিবছর এসএসসি-র মাধ্যমে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। অ্যাকাডেমিক বিভাজন শিথিল করে লিখিত পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউতে ডাকতে হবে। উত্তরবঙ্গকে গুরুত্ব দিতে জোনাল অফিস হবে শিলিগুড়িতে। এমনটাই দাবি রাখল উত্তরবঙ্গ নর্থ জোন বাঁচাও কমিটি ও উত্তরবঙ্গ ছাত্রযুব মঞ্চ। প্রায় চারলক্ষ ছাত্রের এই সংস্থা দাবি মেনে নেওয়ার জন্য সকাতরে আবেদন করছে, চলছে গণস্বাক্ষরও।

এদের বক্তব্য, এমনিতেই কলকাতা ও লাগোয়া দক্ষিণবঙ্গের তুলনায় সুযোগ সুবিধায় বিস্তর পিছিয়ে উত্তরবঙ্গ। শিক্ষাদীক্ষা সবেতেই সেখানকার পড়ুয়াদের অবস্থান পিছনের সারিতে। পরীক্ষার ফলাফলও আহামরি কিছু নয়। আগে এসএসসি-তে তবু আরএলএসটি-র মাধ্যমে নিয়োগ হত তাই উত্তরের পড়ুয়ারা চাকরির সুয়োগ পেত। কিন্তু ২০১৬-থেকে জোন ভিত্তিক নিয়োগ বন্ধ হতেই এসএসসি-তে খরা চলছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবার অন্তত সেই পরিস্থিতির বদল ঘটুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *