শূন্যপদ পূরণ না হলে আসন কমানোর ভাবনা শিক্ষামন্ত্রীর

কলকাতা: কলেজে অনলাইন ভর্তিতে আবেদন করার প্রক্রিয়া চললেও এখনও বহু কলেজে আসন ফাঁকা৷ এই অবস্থায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন কলেজ থেকে ফাঁকা আসনের তালিকা চেয়ে পাঠানোর কথা জানালেন৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আসন ফাঁকা রাখা চলবে না৷ এই অবস্থায় অধ্যক্ষরা আশাবাদী, ফের আবেদন প্রক্রিয়া চালুর ব্যাপারে খুব শ্রীঘ্রই অর্ডার জারি করবে উচ্চশিক্ষা দপ্তর৷ পার্থবাবু বলেন, আমার স্থির

শূন্যপদ পূরণ না হলে আসন কমানোর ভাবনা শিক্ষামন্ত্রীর

কলকাতা: কলেজে অনলাইন ভর্তিতে আবেদন করার প্রক্রিয়া চললেও এখনও বহু কলেজে আসন ফাঁকা৷ এই অবস্থায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন কলেজ থেকে ফাঁকা আসনের তালিকা চেয়ে পাঠানোর কথা জানালেন৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আসন ফাঁকা রাখা চলবে না৷ এই অবস্থায় অধ্যক্ষরা আশাবাদী, ফের আবেদন প্রক্রিয়া চালুর ব্যাপারে খুব শ্রীঘ্রই অর্ডার জারি করবে উচ্চশিক্ষা দপ্তর৷

পার্থবাবু বলেন, আমার স্থির বিশ্বাস, সকলেই পড়াশোনার সুযোগ পাবে৷ সিট আছে৷ কিন্তু, এনেকেই বলছেন, আমরা ভর্তি হতে পারছি না অনলাইন করে দেওয়ার ফলে৷ তবে, চিন্তা করার কোনও কারণ নেই৷ কোনও কলেজ সিট না ভরিয়ে থাকতে পারবে না৷ তাহলে পরের বছর সিট কমিয়ে দেব৷ কারণ সরকার কলেজগুলিকে যে টাকা দেয়, সেটা জনগণের টাকা৷ আমার মনে হয় না, মেধার অভাব রয়েছে। আসলে অনেক ছাত্রছাত্রী জানতেই পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =