বছরে ১ লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা, কীভাবে করবেন আবেদন?

আই ডি এফ সি ফাস্ত ব্যাঙ্ক এম বি এ স্কলারশিপ ২০১৯-২১: মাস্টার অফ অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) বা ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়তে ইচ্ছুক আর্থিক ভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। দেশের নির্দিষ্ট ১৫০ টি প্রতিষ্ঠানের মধ্যে যে কোন একটিতে পূর্ণ সময়ের এমবিএ বা সমতুল কোর্সের প্রথম বর্ষে পাঠরতরা আবেদন করতে পারেন। বার্ষিক পারিবারিক

বছরে ১ লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা, কীভাবে করবেন আবেদন?

আই ডি এফ সি ফাস্ত ব্যাঙ্ক এম বি এ স্কলারশিপ ২০১৯-২১: মাস্টার অফ অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) বা ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়তে ইচ্ছুক আর্থিক ভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। দেশের নির্দিষ্ট ১৫০ টি প্রতিষ্ঠানের মধ্যে যে কোন একটিতে পূর্ণ সময়ের এমবিএ বা সমতুল কোর্সের প্রথম বর্ষে পাঠরতরা আবেদন করতে পারেন। বার্ষিক পারিবারিক আয় হতে হবে ৬ লাখের নিচে।

স্কলারশিপের পরিমান: বছর প্রতি ১ লাখ টাকা। আবেদন করতে হবে অনলাইনে। বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট https://www.idfcbank.com/idfc-first-bank-mba-scholarship.html। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই।

জি ই ভি মেমোরিয়াল মেরিট স্কলারশিপ ২০১৯: আইন নিয়ে পাঠরত মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে ডক্টর গুলাম ই বাহনবতী স্কলারশিপ ফান্ড ট্রাস্ট। স্কলারশিপ বাবদ প্রতি বছর দেওয়া হবে ৫০,০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা: এল এল বি বা এল এল এম কোর্স পাঠরতরা আবেদনের যোগ্য। প্রার্থীকে ২০১৯ এ হওয়া ক্লাট বা ল স্কুল অ্যাডমিশন টেস্ট বা এ আই এল ই টি বা সমতুল আইন সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে। বার্ষিক পারিবারিক আয় হতে হবে ১০ লাখের নিচে। আবেদন করতে হবে অনলাইনে। বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট https://www.gevscholarshipfund.in/  আবেদনের শেষ তারিখ ৩০ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =