কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২১ সেশনে ২ বছরের বি.এড কোর্সে অনলাইনে ভর্তি শুরু হয়েছে। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সায়েন্স, সোশ্যাল সায়েন্স ও হিউম্যানিটি বিষয়ে বাচেলর বা মাষ্টার ডিগ্রি পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য।
সায়েন্স বা ম্যাথম্যাটিকস বিষয় নিয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিঙয়ের ব্যাচেলার ডিগ্রি পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। তপসিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার নম্বরে ৫ শতাংশ ছাড় রয়েছে। বয়স হতে হবে ৩০ জুন, ২০১৯ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। ডেপুটেড শিক্ষকদের ক্ষেত্রে বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই। মোট আসনসংখ্যা ৫০ টি, এর মধ্যে পঞ্চম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিকের ডেপুটেড শিক্ষকদের জন্য ২৫ টি ও ফ্রেস প্রার্থীদের জন্য ২৫ টি আসন সংরক্ষিত রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের জন্য আসন সংখ্যার অনুপাত ৮০:২০ ।
তপসিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারই নিমানুজায়ি শিক্ষাগত যোগ্যতায় নম্বরের ক্ষেত্রে ছাড় ও আসন সংরক্ষণ রয়েছে। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। পড়ানো হবে ইংরেজি ও বাংলা মাধ্যমে।
বিষয়: বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি, ভূগোল, অঙ্ক, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃত, ইতিহাস, আকাউন্তেন্সি অ্যান্ড বুক কিপিং, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন। অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে যে বিষয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট পড়েছেন কেবলমাত্র সেই বিষয়টি মেথড বিষয় হিসেবে নিতে হবে। ওয়েবসাইট www.caluniv-ucsta.net ।